হাতে ভালো রান ছিল। কিন্তু বোলাಌরদের ব্যর্থতায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় হারের মুখে পড়তে হল। এমনই দাবি করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার। সঙ্গে বললেন, ‘প্রচণ্ড বিষ📖ণ্ণ লাগছে।’
শুক্রবার ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৫ রান তোলে কেকেআর। শুরুটা বাজে হলেও নীতিশ রানার ৩৬ বলে ৫🐻৪ রান, আন্দ্রে রাসেলের ২৫ বলে অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৭০ রানের গণ্ডি পার করেন নাইটরা। সবুজ আভা থাকা পিচে সেই রানটা কেকেআরকে লড়াইয়ের জায়গায় নিয়ে গিয়েছিল। কিন্তু ১৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স। সাত উইকেটে হারের ক্ষতের পাশাপাশি নেট রানরেটের নিরিখেও বড়সড় ধাক্কা খꩵেয়েছে কেকেআর।
আরও পড়ুন: SRH vs KKR: প্রাক্তন নাইটের খুনে ইনিংস, মহাশূন্যে প্ল্যান ▨'বি' - কোন কোন কারণে উড়ে গেল KKR?
সেই পরিস্থিতিতে ম্যাচের পর শ্রেয়স বলেন, ‘প্রচণ্ড বিষণ্ণ লাগছে। আমি ভেবেছিলাম যে এটা ভালো রান ছিল। সত্যি কথা বলতে (রাহুল) ত্রিপাঠী এসে পুরো খেলা ঘুরিয়ে দেয়। আমাদের ম্যাচে জায়গা দেয়নি।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘ওদের বোলাররা ভালোমতো পরিকল্পনা কার্যকর করেছে। বল সিমও হচ্ছিল। (কেকেআরের) ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে পাওয়ার প্লে'র শেষে আমরা বিষয়টা সামলে নিয়েছিলাম (প্রাথমিক ধাক্কার পর)। 🍷ব্যাটিংয়ের ক্ষেত্রে দারুণ খেলেছি। কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে আমাদের আজ খারাপ দিন ছিল।’
(SRH vs KKR ম্যাচের প⛄র আইপিএলের পয়েন্ট তালিকায় কোন দল কত নম্বরে থাকল? তা দেখে নিন)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।