Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders IPL 2023 Live Score: দলগত পারফর্ম্যান্সে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। শেষে কার্যত হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় কেকেআর।
উপ্পলে সম্মুখসমরে নামার আগে আইপিএল ২০২৩-র লিগ টেবিলে কেকেআর ও সানরাইজার্স, উভয় দলেরই সংগ্রহ ছিল ৬ পয়েন্ট করে। যদিও কলকাতার থেকে এক ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ। দু'দলেরই অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে নীচের সারিতে। যদিও দু'দলের সামনে প্লে-অফের দরজা বন্ধ হয়ে যায়নি মোটেও। বরং এই পরিস্থিতি ౠথেকে ঘুরে দাঁড়িয়ে পরপর জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা খোলা রয়েছে নীতীশ রানা ও এডেন মার্করামদের সামনে। কেকেআর অবশ্য সানরাইজার্সের কাছে ফিরতি লেগ ম্য়াচে হেরে বসলে বিপদে পড়তে পারত। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘণ্টা বেজে যেত নিশ্চিত। শেষমেশ সানরাইজার্সকে হারিয়ে প্ল✤ে-অফের দৌড়ে অক্সিজেন সংগ্রহ করে নেয় কলকাতা।
04 May 2023, 11:45 PM IST
ম্য়াচের সেরা বরুণ
নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করা সত্ত্বেও ৪ ওভারের বোলিং কোটায় মাত্র ২০ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। শেষ ওভারে দুর্দান্ত বল করে কলকাতাকে ম্যাচ জেতানোর সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিতꦕ হন বরুণ।
04 May 2023, 11:30 PM IST
৫ রানে জিতে টিকে রইল কলকাতা
কেকেআরের ৯ উইকেটে ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৮ উইকেটে ১৬৬ রানে আটকে যায়। ফলে ৫ রানের🍎 সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকে নাইট রাইডার্স। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত লিগ টেবিলের ৮ নম্বরে থাকে।
04 May 2023, 11:22 PM IST
রুদ্ধশ্বাস জয় কলকাতার
জয়ের জন্য শেষ ৩ বলে ৭ রান দরকার ছিল হায়দরাবাদের। শেষ ও♍ভারের চতুর্থ বলে কোনও রান ওঠেনি। পঞ্চম বলে ১ রান নেন মার্কান্ডে। সুতরাং, শেষ বলে জিততে ছয় রান দরকার ছিল সানরাইজার্সের। তবে ভুবনেশ্বর শেষ বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি। ফলে শেষ বলের থ্রিলারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় কেকেআর। বরুণ ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
04 May 2023, 11:16 PM IST
আব্দুল সামাদ আউট, ৩ বলে ৭ রান দরকার সানরাইজার্সের
শেষ ওভারে বরুণের প্রথম বলে ১ রান নেন সামাদ। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান নেন ভুবি। তৃতীয় বলে বাউন্ডারি লাইনে অনুকূলের হাতে ধরা পড়েন সামাদ। ১৮ বল𒐪ে ২১ রান করে মাঠ ছাড়েন সামাদ। মারেন ৩টি চার। হায়দরাবাদ ১৬৫ রা🍌নে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মায়াঙ্ক মার্কান্ডে। জিততে ৩ বলে ৭ রান দরকার হায়দরাবাদের।
04 May 2023, 11:07 PM IST
জানসেন আউট, শেষ ওভারে ৯ রান দরকার হায়দরাবাদের
১৮.১ ওভারে বৈভব আরোরার বলে গুরবাজের দস্তানায় ধরা পড়েন মারকো জানসেন। ৪ বলে ১ রান করেন তিনি। হায়দরাবাদ ১৫২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। চতুর্থ বলে ১ রান নেন ভুবি। তার পরেই নো-বলে চার মারেন সামাদ। শেষ বলে ১ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখেন সামাদ। ১৯তম ওভারে ১২ রান ওঠে। হায়দরাবাদের স্কোর ৭ উইকেটে ১৬৩ রান। জিততে শেষ ওভারে ৯ রান দরকার সানরাইজার্সের। ২০ রানে ব্যাট করছেন সামাদ। আরোরা ဣ৩ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
04 May 2023, 11:02 PM IST
২ ওভারে হায়দরাবাদের দরকার ২১ রান
১৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৬ উইকেটে ১৫১ রা🐎ন। 🤡জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার হায়দরাবাদের। সামাদ ১৫ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন বরুণ।
04 May 2023, 10:57 PM IST
এডেন মার্করাম আউট
১৬.৫ ওভারে বৈভব আরোরার বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ৪০ বলে ৪১ রান করেন তিনি। মারেন ৪টি চার। হায়দরাবাদ ১৪৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারকো জানসেন। ১৭ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৬ উইকেটে ১৪৬ রান। জিততে ৩ 💫ওভারে ২৬ রান দরকার তাদের।
04 May 2023, 10:54 PM IST
বরুণের ওভারে ৪ রান
১৬তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন বরু﷽ণ চক্রবর্তী। ১৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১৩৮ রান। ৪০ রানে ব্যাট করছেন মার্করাম। ২ ওভারে ১৬ রান খরচ করেছেন বরুণ।
04 May 2023, 10:43 PM IST
ক্লাসেন আউট
১৪.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে বাউন্ডারি লাইনে রাসেলের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ২০ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। হায়দরাবাদ ১২৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব্দুল সামাদ। ওভারের তৃতীয় বলে চার মারেন মার্করাম। শেষ বলে চার মারেন সামাদ। ১৫ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৩৮ রান। মার্ক🐽রাম ৩৮ রানে ব্যাট করছেন। শার্দুল ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
04 May 2023, 10:41 PM IST
নারিনের ওভারে ১০ রান
১৪তম ওভারে সুনী🔯ল নারিন ১০ রান খরচ করেন। ১টি চার মারেন মার্করাম। ১৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ১২৪ রান। ক্লাসেন ৩৬ ও মার্করাম ৩৩ রানে ব্যাট করছেন।
04 May 2023, 10:36 PM IST
হর্ষিতের বোলিং কোটা শেষ
১৩তম ওভারে হর💞্ষিত রানার বলে ১টি ছক্কা মারেন এনরিখ ক্লাসেন। ওভারে ১২ রান ওঠে। ১৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ১১৪ রান। ক্লাসেন ৩৪ ও মার্করাম ২৫ রানে ব্যাট করছেন। হর্ষিত ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
04 May 2023, 10:30 PM IST
১০০ টপকাল হায়দরাবাদ
১২তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ২টি চার মারেন মার্করাম। ওভারে ১২ রান ওঠে। ১২ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৪♋ উইকেটে ১০২ রান। মার্করাম ২২ ও ক্লাসেন ২৬ রানে ব্যাট করছেন।
04 May 2023, 10:27 PM IST
অনুকূলের ওভারে ১৫ রান
১১তম ওভ𒐪ারে অনুকূল রায়ের বলে ২টি ছক্কা মারেন এনরিখ ক্লাসেন। ওভারে মোট ১৫ রান ওঠে। ১১ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৯০ রান। ক্লাসেন ২৫ ও মার্করাম ১১ রানে ব্যাট করছেন। অনুকূল ৩ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
04 May 2023, 10:22 PM IST
১০ ওভারে হায়দরাবাদের দরকার ৯৭ রান
১০ ওভার শেষে সানরাইজাಞর্সের স্কোর ৪ উইকেটে ৭৫ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৯৭ রান। ꦡক্লাসেন ১১ ও মার্করাম ১০ রানে ব্যাট করছেন। নারিন নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেন।
04 May 2023, 10:18 PM IST
থমকাল হায়দরাবাদের রানের গতি
অষ্টম ওভারে শার্দুল ঠাকুর মাত্র ৫ রান খরচ করেন। নবম ওভারে অনুকূল রায় খরচ করেন ৩ রা🐻ন। ৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। ক্লাসেন ৭ ও মার্করাম ৮ রানে ব্যাট করছেন।
04 May 2023, 10:06 PM IST
হ্যারি ব্রুক আউট
৬.২ ওভারে অনুকূল রায়ের 🐭বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক। ডিআরএস নিয়েও বাঁচেননি তিনি। ৪ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। হায়দরাবাদ ৫৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৬১ রান।
04 May 2023, 10:02 PM IST
ত্রিপাঠীকে ফেরালেন রাসেল
ষষ্ঠ ওভারে আন্দ্রে রাসেলের বলে ২টি চার ও ১টি ছক্꧅কা মারেন রাহুল ত্রিপাঠী। তবে ৫.৩ ওভারে রাসেলের বলেই বৈভব আরোরার হাতে ধরা পড়েন রাহুল। ৯ বলে ২০ রান করেন তিনি। মারౠেন ৩টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক।
04 May 2023, 09:56 PM IST
অভিষেক শর্মা আউট
৩.৫ ওভারে শার্দুল ঠাকুরের বলে আন্দ্র𒀰ে রাসেলের হাতে ধরা পড়েন অভিষেক শর্মা। ১০ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ৩৭ রানে ২ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। পঞ্চম ওভারে হর্ষিত রানা ১ রান খরচ করেন। ৫ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ꦬ৩৮ রান।
04 May 2023, 09:52 PM IST
মায়াঙ্ক আগরওয়াল আউট
২.৫ ওভারে হর্ষিত রানার বলে গুরবাজের দস্তানায় ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ১১ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২🅰টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ২৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী। তিনি নটরাজনের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন।
04 May 2023, 09:44 PM IST
বৈভবের ওভারে ১৩ রান
দ্বিতীয় ওভা♒রে বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর ওভারে ১৩ রান ওঠে। ২টি চার মারেন মায়াঙ্ক আগরওয়াল। ২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২২ রান। ১২ রা♔নে ব্যাট করছেন মায়াঙ্ক।
04 May 2023, 09:40 PM IST
রান তাড়া শুরু হায়দরাবাদের
মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ꩵহায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। কলকাতার হয়ে বোলিং শুরু করেন হর্ষিত রানা। প্রথম বলেই চার মেরে ♓খাতা খোলেন অভিষেক। প্রথম ওভারে ৯ রান ওঠে।
04 May 2023, 09:34 PM IST
হায়দরাবাদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট কেকেআরের
শেষ ওভারে নটরাজনের দ্বিতীয় বলে সামাদের হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ৩৫ বলে ৪৬ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। তৃতীয় বলে রান-আউট হন হর্ষিত রানা। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৯ উইকেটে ১৭১ রান তোলে। ৭ বলে ১৩ রান করে অপ♛রাজিত থাকেন অনুকূল রায়। তিনি ২টি চার মারেন। ১ বলে ২ রান করেন বৈভব আরোরা। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৭২ রান। নটরাজন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ভুবনেশ্বর। ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উ𒈔ইকেট নেন মায়াঙ্ক মার্কান্ডে।
04 May 2023, 09:04 PM IST
শার্দুল ঠাকুর আউট
১৭.৩ ওভারে টি নটরাজনের বলে আব্দুল সামাদের হাতে ধরা পড়েন শার্দুল ঠ💯াকুর। ৬ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। কলকাতা ১৫১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুকূল রায়। তাঁকে জেসন রয়ের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় কলকাতা।
04 May 2023, 08:47 PM IST
সুনীল নারিন আউট
১৫.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন সুনীল নারিন। ২ বলে ১ রান করেন তিনি। কলকাতা ১৩০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৬ ওভার শেষে কল🐭কাতার স্কোর ৩ উইকেটে ১৩৭ রান।
04 May 2023, 08:41 PM IST
আন্দ্রে রাসেল আউট
১৪.২ ওভারে মায়াঙ্ক মার্কান🐓্ডের বলে নটরাজনের হাতে ধরা পড়েন আন্দ্রে রাসেল। ১৫ বলে ২৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। কলকাতা ১২৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনীল নারিন। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ✨১২৯ রান। রিঙ্কু ২৭ রানে ব্যাট করছেন।
04 May 2023, 08:37 PM IST
মার্কান্ডের ওভারে ১১ রান
১৩তম ওভারে মায়াঙ্ক মার্কান্ডের বলে ১টি ছক্কা মারেন রাসেল। ১টি চার মারেন রিঙ্কু। ওভারে ১১ রান ওঠে। ১৩ ওভার শেষে কলক♑াতার স্কোর ৪ উইকেটে ১১৪ রান।
04 May 2023, 08:35 PM IST
নীতীশ রানা আউট
১১.২ ওভারে নিজের বলেই নীতীশ রানার দুরন্ত ক্যাচ ধরেন এডেন মার্করাম। ৩১ বলে ৪২ রান করেন নাইট🀅 দলনায়ক। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। কেকেআর ৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে ১০০﷽ রানের গণ্ডি পার করান। ১২ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১০৩ রান। রিঙ্কু ২১ ও রাসেল ৭ রানে ব্যাট করছেন। মার্করাম ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
04 May 2023, 08:26 PM IST
ঝোড়ো ব্যাটিং নীতীশ রানার
দশম ওভারে কার্তিক ত্যাগীর বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৭ রান ওঠে। ১০ ওভার শেষে কলকাতা🌺র স্কোর ৩ উইকেটে ৯০ রান। রানা ৪০ ও রিঙ্কু ১৭ রানে ব্🍎যাট করছেন।
04 May 2023, 08:16 PM IST
মার্করামের ওভারে জোড়া বাউন্ডারি রিঙ্কুর
নবম ওভারে এডেন মার্করামের বলে ২টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ১২ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার 🥂স্কোর ৩ উইকেটে ৭৩ রান। রানা ২৪ ও রিঙ্কু ১৭ রানে ব্যাট করছেন।
04 May 2023, 08:11 PM IST
নটরাজনের ওভারে ৭ রান
অষ্টম ওভারে বল করতে আসেন টি নটরাজন। তার বলে ১টি ছক্কা মারেন নীতীশ রানা। ওভারে মোট ৭ রান ওঠ🐼ে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৬১ রান। রানা ২২ ও রিঙ্কু ৮ 𝄹রানে ব্যাট করছেন।
04 May 2023, 08:08 PM IST
৫০ টপকাল কেকেআর
সপ্তম ওভ💛ারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা। মার্করামের ওভারে ৫ রান ওঠে। নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৫৪ রান। রানা ১৫ রানে ব্যাট করছেন।
04 May 2023, 08:04 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ৯ রান খরচ করেন মারকো জানসেন। ১টি চার মারেন 🅺নীতীশ🧔 রানা। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৪৯ রান। রানা ১২ ও রিঙ্কু ৬ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন জানসেন।
04 May 2023, 07:59 PM IST
জেসন রয় আউট
৪.৪ ওভারে কার্তিক ত্যাগীর বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা প🍷ড়েন জেসন রয়। ১৯ বলে ২০ রান করেন তিনি। মারেন ৪টি চার। কলকাতা ৩৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৪০ রান।
04 May 2023, 07:52 PM IST
চার মেরে খাতা খোলেন রানা
চতুর্থ ওভারের শুরুতেই নো-বল করেন মারকো জানসনে। সেই বলে বাউন্ডারি মেরে নিজের খাতা খোলেন নীতীꦉশ রানা। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৭ রান। জেসন ১৪ ও রানা ৫ রানে ব্যাট করছেন। জানসেন ২ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর ২ ওভারে ১২ রান খরচ করেছেন।
04 May 2023, 07:46 PM IST
ভুবির ওভারে ৪ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। তাঁর ওভারে ১টি চার মারেন জেসন রয়। ওভারে মোট চার রান ওঠে। ২ ওভার শেষে কলকাতাꦡর স্কোর ২ উইকেটে ২০ রান। জেসন ১৩ রানে ব্যাট করছেন।
04 May 2023, 07:42 PM IST
বেঙ্কটেশ আইয়ার আউট
একই ওভারে নাইট শিবিরে জোড়া ধাক্কা দিলেন মারকো জানসেন। ১.৬ ওভারে জানসেনের বলে ক্লাসেনের দস্তানায় ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৪ বলে ৭ রান করে মাঠ ছাড়েন বেঙ্কটেশ। মারেন ১টি চার। কলকাতা ১৬ রানে ২ উইকেট হারাꦜয়। ব্যাট করতে নামেন নীতীশ রানা।
04 May 2023, 07:36 PM IST
রহমানউল্লাহ গুরবাজ আউট
দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট তুলে নিলেন মারকো জানসেন। ১.১ ওভারে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়েন নাইট ওপেনার। গ🌺োল্ডেন ডাকে মাঠ ছাড়েন গু🍨রবাজ। ১৩ রানে ১ উইকেট হারায় কলকাতা। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার।
04 May 2023, 07:34 PM IST
জেসনের জোড়া বাউন্ডারিতে ম্যাচ শুরু
রহমানউল্লাহকে নিয়ে ওপেন করতে নামেন জেসন রয়। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারি মারেন জেসন রয়। প্রথম ওভܫারে ১৩ রান ওঠে।
চোট সারিয়ে দলে ফিরলেন জেসন রয়। তাঁকে জায়গা ছেড়ে দিতে হল ডেভিড ওয়াইজকে। সুতরাং, প্রত্যাশা মতোই কলকাতা চার বিদেশি♍র কোটায় মাঠে নামায় রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। এই ম্যাচে বাদ পড়েন নারায়ণ জগদীশানও। তাঁর জায়গায় বৈভব আরোরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় কেকেআর।
04 May 2023, 07:03 PM IST
টস জিতল কেকেআর
সানরাইজার্স হায়দরাবাদে🦄র বিরুদ্ধে আইপিএল ২০২৩-র গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল কে🃏কেআর। টস জিতে নীতীশ রানা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে সানরাইজার্স।
04 May 2023, 06:45 PM IST
উমেশকে ছাড়াই মাঠে নামতে পারে কলকাতা
উমেশ যাদবের ফিটনেস ন𒅌িয়ে সংশয় রয়েছে। সুতরাং, হায়দরাবাদে তাঁকে ছাড়াই মাঠে নামতে পারে কলকাতা। শার্দুল ঠাকুর অবশ্য পুরোপুরি ফিট। তাঁর মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়।
04 May 2023, 06:35 PM IST
আজ কি বিদেশি ওপেনিং জুটিতে আস্থা রাখবে কেকেআর?
জেসন রয়ের চোট সেরে উঠলে ত𒁏াঁকে এই ম্যাচে রহমানউল্লাহর সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ডেভিড ওয়াইজ। কলকাতার চার বিদেশি হতে পারেন জেসন, রহমানউল্লাহ, নারিন ও রাসেল।
04 May 2023, 06:18 PM IST
উপ্পলে সাহায্য পেতে পারেন পেসাররাও
এমনিতে চলতি মরশুমে উপ্পলের পিচে স্পিনারার তুলনায় সাফল্য পেয়েছেন বেশি। তবে গত ক🔯য়েকদিনের বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার জন্য বৃহস্পতিবার বাইশগজ থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সুতরাং, সানরাইজার্সের আগুনে পেস আক্রমণ থেকে কলকাতার ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে।
04 May 2023, 05:40 PM IST
প্রথম লেগের ফলাফল
ইডেনে প্রথম লেগের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুকের অপরাজিত ১০০ ও এডেন মার্করামের ৫০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সানরাইজার্স ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৮ রান তোলে। ২২ রানে ৩টি উইকেট নেন আন্দ্রে রাসেল। পালটা ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে আটকে যায় ৭ উইকেটে ২০৫ রানে। ২৩ রানে ম্যাচꦓ জিতে মাঠ ছাড়ে হায়দরাবাদ। নীতীশ রানা ৭৫ ও রিঙ্কু সিং ৫৮ রান করেন। মারকো জানসেন ও মায়াঙ্ক মার্কান্ডে ২টি করে উইকেট নেন।