চলতি আইপিএলে ইতিমধ্যেই রেকর্ডের ভাঙা-গড়া চোখে পড়𓂃ছে বেশ কিছু। তবে কেকেআরের নীতিশ রানা রেকর্ড নয়, বরং ভেঙে দিলেন প্রতিপক্ষ দলের ডাগ-আউটে রাখা ফ্রিজ। যদিও এই ম্যাচে ব্যক্তিগত এক মাইলস্টোনও টপকে যান রানা।
ইনিংসের🅠 ১২.১ ওভারে উমরান মালিকের ১৪৯.৬ কিলোমিটার গতির একটি বলকে কাট শটে চালাকির সঙ্গে থার্ডম্যান বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন রানা। বল বান্ডারি লাইনের বাইরে ড্রপ করেই সোজা গিয়ে লাগে হায়দরাবাদের ডাগ-আউটে রাখা ফ্রিজে। সঙ্গে সঙ্গে ফ্রিজের দরজার কাচ ভেঙে টুকরো হয়ে যায়।
রানা পাঁচ নম্ব𓂃রে ব্যাট করতে নেমে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব থেকে বেশি ৫৪ 🐓রান করে আউট হন তিনি। ৩৬ বলের আগ্রাসী ইনিংসে নীতিশ ৬টি চার ও ২টি ছক্কা মারেন। অনবদ্য হাফ-সেঞ্চুরির পথে কেকেআরের জার্সিতে আইপিএলে ১৫০০ রানের মাইলস্টোন টপকে যান তিনি।
কলকাতাকে যদিও হায়দরাবাদের কাছে 🐻এই ম্যাচে পর্যুদস্ত হতে হ𝄹য়। প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৭.৫ ওভারে ৩ উইকে⭕ট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৬ 𒁃রান তুলে নেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।