হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর আলোচনায় গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরা। যাইহোক, এবার নেহরার লাইমলাইটে আসার কারণ এই নয় ♉যে তিনি ম্যাচ চলাকালীন চলে গিয়েছিলেন, তবে এবারে একেবারে 🦄অন্যরকম ভিডিয়ো সামনে এসেছে। যেখন তাঁকে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর খারাপভাবে রাগ করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, শুভমন গিলের সেঞ্চুরিও উদযাপন করেননি আশিস নেহরা।
হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় গুজরাট শুরুটা ভালোই করেছিল। ঋদ্ধিমান সাহা আউট হওয়ার পর সাইকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান শুভমন গিল। এই দুই খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয় উইকেটে ১৪৭ রানের জুটি গড়ে ওঠে। কিন্তু এর পর গুজরাটের ইনিংস ভেঙে পড়ে। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে ধীরে ধীরে ব্যাটিং শুরু করেন শুভমন গিল। তাতেই রেগে যান আশিস নেহরা। শুভমন গিল সেঞ্চুরি করার পর গুজরাট টাইটানসের সব খেলোয়াড় উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে গিলকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। কিন্তু আশিস নেহরা কোনও আবেগ প্রকাশ করেননি এবং তিনি শুধু নিজের আসনে বসে ছিলেন। সেই ভিডিয়ো প্রকাশ হতেই ꦉফের বিতর্কের মুখে পড়েছেন আশিস নেহরা।
আরও পড়ুন… ৫ উইকেট সঙ্গে ২৭ রান ভুবির- ১১ বছর বাদে IPL-এ এমন অলরাউন্ড পারফর্ম𝄹েন্𝓰সের নজির
এমনকি নেহরার প্রতিক্রিয়া ভাষ্যকার আকাশ চ🐻োপড়া এবং সাবা করিমকে ক্ষুব্ধ করেছে। এই সময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায় যে নেহরা তাঁর দলের চেয়ে বেশি চান এবং তাই সেঞ্চুরি উদযাপন করছেন না। সেঞ্চুরি করার পর শুভমনও উইকেট হারান। ৫৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১০১ রান করে আ🦩উট হন গিল। গুজরাট শেষের দিকে ৪১ রানে আট উইকেট হারায়। এতে শেষ ওভারে (২০তম) চার উইকেট নেন ভুবনেশ্বর।
আরও পড়ুন… মেসিকে ফেরাতে ‘সবকিছু’ করඣবে দল! বার্সেলোনা সভাপতি লাপোর্তার বড় বার্তা
তবে এখানেই থেমে থাকেননি আশিস নেহরা। ম্যাচ চলাকালীন আরেকটি ভিডিয়ো সামনে এসেꦛছে। এই ভিডিয়োতে আশিস নেহরাকে এতটাই বিচলিত দেখাচ্ছিল যে তিনি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার কথা উপেক্ষা করলেন। নেহরা এবং হার্দিকের মধ্যে বিবাদের ঘটনাটি একই সময়ে ঘটেছিল যখন গুজরাটের ব্যাটসম্যান বাজে শট খেলে উইকেট হারান। তখন নেহরাকে ডগ আউটে রাগতে দেখা যায়।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
ইনিংস শেষ হওয়ার পরে, নেহরা অধিনায়ক হার্দিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং বাউন্ডারি লাইনে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায়। এই ঘটনার সময়, হার্দিক এবং নেহরা দুজনকেই খুব ভালো মেজাজে দেখা যায়নি। নেহরা চলে🌱 যাওয়ার পরে, গুজরাট টাইটানসের পরিচালক বিক্রম সোলাঙ্কিকে হার্দিককে শান্ত করার চেষ্টা করেন। যাইহোক, গুজরাটের জন্য এটি স্বস্তির বিষয় ছিল যে শেষ ওভারে কম রান করা সত্ত্বেও, এই ম্যাচটি ৩৪ রানে জিতেছে তারা এবং প্লে অফে উঠতে সফল হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App 🐷ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।