শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় দুপুরে জয়পুরের সোয়াই মান♎সিং স্টেডিয়ামে এক লজ্জার হারের সম্মুখীন হতে হল রাজস্থান রয়্যালসকে। নিজেদের ঘরের মাঠেই একেবারে পর্যুদস্ত হল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বিরাট ব্যবধানে হারতে হল তাদের। বিরাট কোহলিরা ১১২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে বাঁচিয়ে রাখলেন তাদের প্লে অফের আশা। অন্যদিকে এতবড় ব্যবধানে হেরে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হল রাজস্থান রয়্যালসের প্লে অ🌄ফের আশা। নিঃসন্দেহে ম্যাচের নায়ক ছিলেন আরসিবির ওয়েন পার্নেল। রাজস্থানের টপ অর্ডারের মেরুদন্ড একার হাতে ভেঙে দেন তিনি। সেখান থেকে আর ম্যাচে কামব্যাক করা সম্ভব হয়নি রাজস্থানের। ম্যাচ জিতিয়ে পার্নেল জানালেন তাদের রণকৌশলের কথা।
আরও পড়ুন… ভিডিয়ো: অশ্বিনকে রান আউট কর🀅তেই RCB-র এই তরুণ ℱক্রিকেটারের সঙ্গে ধোনির তুলনা
ম্যাচ সেরা পার্নেল জানিয়েছেন উইকেট লাইনে বল করাই তাদের লক্ষ্য ছিল। পাশাপাশি তাদের লক্ষ্য ছিল বলের গতি যতটা সম্ভব কমানো। আর টিম ম্যানেজমেন্টের তরফে তাদেরকে এই বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল। আর সেটা ২২ গজে ভালোভাবে করতে পারার ফলেই এসেছে এই জয়, এমনটাই দাবি করেছেন তিনি। পার্নেল জানিয়েছেন, ‘সত্যি বলতে আমাদের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। শেষ ওভারটা (আরসিবি ব্যাটিংয়ের সময়ে) ম্যাচে আমাদেরকে মোমেন্টাম দেয়। আমাদেরকে বলের গতি কমানোর বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল। বলা হয়েছিল উইকেট টু উইকেট বল করতে। আমরা সেটা সাফল্যের সঙ্গে করতে পারার ফলেই এসেছে এই 𝐆জয়। পিচটা খুব স্লো ছিল। বাউন্স ও খুব লো ছিল। বল স্কিড করে ব্যাটে আসছিল।’
আরও পড়ুন… ভাবছিলাম আমরা ভুলটা করলাম কোথায়🌊? দলের ব্যাটিং ব্যর্থতার উত্তর খুঁজে পাচ্ছেন না সঞ্জু
পার্নেল এর পাশাপাশি জানিয়েছেন, ‘আমি চেষ্টা করছিলাম ওদের (রাজস্থানের) ব্যাটারদের বলের লাইনের আড়াআড়ি খেলানোর। আমি যখন প্রথম একাদশে খেলার সুযোগ পাইনি তখন আমি নিজেকে কঠোর অনুশীলনে মগ্ন রেখেছিলাম। আইপিএল খুব দীর্ঘ একটা টু্র্নামেন্ট। প্রতি ম্যাচেই ফোকাস ধরে রাখাটা গুরুত্বপূর্ণ।’ এ দিন ওয়েন পার্নেল ৩ ওভার বল করে ১০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। রাজস্থানের টপ অর্ডারের তিন তারকা ব্যাটার অধিনায়ক সঞ্জু স্যামসন, জো রুট এবং জোস বাটলারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। একটা সময়ে জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে গিয়ে তাদের স꧃্কোর ছিল ২৮ রানে পাঁচ উইকেট। সেখান থেকে শিমরন হেতমায়ের ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে লড়াই করার চেষ্টা করলেও লাভ হয়নি। মাত্র ৫৯ রানে অলআউট হয়ে গিয়ে লজ্জার সম্মুখীন হতে হয় রাজস্থানকে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ⛄ডাউনলোড করার লܫিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।