শুভব্রত মুখার্জি:- প্যারিস প্যারালিম্পিকসে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় স্কোয়াড। টোকিও প্যারালিম্পিকসের নজির ভেঙে তারা একটি সংস্করণে সবথেকে বেশি পদক জয়ের নজির গড়েছে। মোট ২৯টি পদক জিতে ভারত শেষ করেছে এবারের 💃প্যারালিম্পিক গেমস। গেমস শেষে ভারতীয় তারকারা ফিরেছেন দেশে। দেশে ফেরার পরেই বৃহস্পতিবার তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি দেখা করেছেন প্যারা অ্যাথলিটদের সঙ্গে। প্রত্যেককে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁদের সঙ্ꩵগে ঘরোয়া আড্ডা, খুনসুটিতে মাতেন তিনি। এই সময়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট তথা প্যারা জ্যাভলার নভদীপ সিংকে তিনি মজার ছলে একটি প্রশ্ন করে বসেন। তিনি জানতে চান নভদীপের এত রাগ কোথা থেকে আসে?
প্যারিস প্যারালিম্পিক গেমসে সকলেই দেখেছেন নভদীপ সিংয়ের পারফরম্যান্স। দিল্লির ছেলে নভদীপ সিং তাঁর🌠 থ্রোয়ের পরে নিজেকে তাতাতে চিৎকার চেঁচামেচির পাশাপাশি বেশ কিছু গালিগালাজও করছিলেন। তাঁর খেলাকে নিয়ে সেই প্যাশনের ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। ৪৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ক্রীড়া মন্ত্রকের তরফে। যেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছেন অ্যাথলিটদের।
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এবং প্যার🐎ালিম্পিকস কমিটি অফ ইন্ডিয়ার প্রধান দেবেন্দ্র ঝাঁঝারিয়াও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। নভদীপ সিং এফ-৪১ জ্যাভলিনের ফাইনালে সোনা জেতেন। প্রথমে তিনি রুপো জিতেছিলেন। ইরানের সাদেঘ জিতেছিলেন সোনা। তবে ন𒅌িয়মবহির্ভূত কাজ করে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যান। এর পরেই সোনা জয় নিশ্চিত হয় তাঁর।
সাক্ষাতের সময় নভদীপ অনুরোধ করেন মোদীকে টুপি পড়ার। সানন্দে সেই অনুরোধে সাড়া দেন প্রধানমন্ত্রী। এরপর নভদীপের আব্দার মেটাতে মাটিতে বসে পড়েন তিনি। এক উষ্ণ মুহূর্তের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায় মোদী নভদীপকে বলছেন, 'আমি এখানে বসছি। তুমি আমাকে টুপিটা পরিয়ে𓆏 দ𓆉াও। দেখে মনে হচ্ছে না যে তুমি কত বড়, কত লম্বা।'
এরপর দুজন করমর্দন করেন। নভদীপকেও দেখা যায় হাসতে। এরপরেই অ্যাথলিটকে মোদী প্রশ্ন করেন, ' প্রতিটা থ্রোয়েরꦡ পরে কেন এত রাগ কর তুমি?' নভদীপ উত্তরে জানান, ' গতবার (টোকিওতে) আমি চতুর্থ হয়েছিলাম। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করেছিলাম এবং আমি সেটা করে দেখিয়েছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।