শুভব্রত মুখার্জি: বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের সম্পর্কের শীতলতা মাঝে মধ্যেই চলে আসে জনসমক্ষে। কিছুদিন আগেই চলছিল পাপন-শাকিব ঠান্ডা লড়াই। তার অভিমুখ যেন এবার বদলে হয়ে গেল পাপন-তামিম। দেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি-২০ থেকে ৬ মাসের স্বেচ্ছা বিরতি নিয়েছেন। সেই বিরতি শেষ হতে আর একেবারেই বেশিদিন সময় বাকি নেই। এরপর তিনি কি আদৌ খেলবেন এই ফর্ম্যাটে? সেই প্রশ্নের উত্তরে তামিমের দেওয়𝔉া জবাবের পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি পাপন কার্যত তামিমকেই ঘুরিয়ে মিথ্যাবাদী বলে দিলেন।
তামিম কয়েকদিন আগেই টি-২০ তে দেশের হয়ে তার খেলা বা না খেলা নিয়ে মন্তব্য করেছিলেন। তামিম সেদিন বলেছিলেন, তিনি এ বিষয়ে কথা বলতে চান না, কারণ তাঁর নিজের কথা বলে দিচ্ছে অন্য কেউ। তামিম বলেছিলেন, ‘টি-২০ নিয়ে আমার যে পরিকল্পনা, সেটা বলার সুযোগ আমাকে দেওয়া হয় না। আপনারা (সংবাদমাধ্যম) হয়ত বলে দেন। নয়তো অন্য কেউ বলে দেয়। এভাবেই চলতে থাকুক বিষয়টা। এত দিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা আমার প্রাপ্য নয়। আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকেই শোনা উ🌃চিত।’
তামিমের এই বক্তব্যে আপত্তি জানিয়েছেন পাপন। ক্রিকবাজকে বিসিবি সভাপতি বলেন, ‘এটা একদম মিথ্যা কথা। (বোর্ড টি-২০ ভবিষ্যৎ নিয়ে তামিমের সঙ্গে কথা বলেনি)। তাকে আমার বাড়িতে ডেকেছিলাম। অন্তত🎃 ৪বার তাকে (টি-২০ খেলতে) অনুরোধ করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে কথা বলেছিল এবং সে বলেছে যে খেলবে না। এখন দেখুন, সে কী বলছে। সে (তামিম) লিখিতভাবে জানিয়েছে যে, সে খেলবে না। তাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করা হলেও সে খেলতে চায়নি। কোথায় সমস্যা বুঝি না। আমি যেটা বলতে চাই, সে যা বলতে চায় বলুক। পরে দেখাব (প্রমাণ) আমাদের হাতে যা আছে। ছয় মাস শেষ হতে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।