ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলꦫছে ভারত। প্রথম দুটি ম্যাচে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। নাগপুরের প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩২ রানের বড় জয় এবং দিল্লিতে ৬ উইকেট📖ে জয় পায় টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে দাড়াতেই পারেনি অস্ট্রেলিয়া।
একদিকে যখন ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে। ঠিক তখন এনসিএতে রিহ্যাবে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। পিঠের চোটের জন্য দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। একটা সময় শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কামব্যাক করবেন তিনি। কিন্তু ঘরের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনও রকম তাড়াহুড়ো করেনি বিসিসিআই। অজিদের বিরুদ্ধে বুমরাহকে দ🍎লে রাখেনি বোর্ড। বুমরাহ ফিরবেন কবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়। কিন্তু সেখানেও জায়গা পাননি তিনি।
তবে ভারতীয় ཧদল এবং ভক্তদের জন্য সুখবর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকা বুমরাকে বল করতে দেখা গেল বেঙ্গালুরুতে। যা স্বাভাবিক ভাবেই খুশির খবর ভারতীয় সমর্থকদের জন্য। বুমরার বল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টে꧙ডিয়ামে বল করছেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলার বুমরাহ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এবং চতুর্থ টেস্ট স্কোয়াডে তিনি থাকবেন বলে অনেকেই আশা কꩲরেছিলেন। তবে সেই দলে তাঁর জায়গা না হওয়ায় মনে করা হচ্ছে বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করতে 𝕴রাজি নয় ভারতীয় বোর্ড।
এই বছরের শেষের দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই সময় তাঁকে দলে দরকার হবে। তার আগে রয়েছে এশিয়া কাপ। দীর্ঘ দিন ধরে আইসিসির কোনও ট্রফি পায়নি ভারত। বড় টুর্নামেন্টের জন্য তৈরি করা হচ্ছে বুম🐲রাহকে। এমনটাই মনে করা হচ্ছে।
অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় বুমরাহকে নিয়ে ট্রোল শুরু হয়েছে নেট মাধ্যমে। তাঁকে কটাক্ষ করে বলা হয়েছে, বুমরাহ জাতীয় দলের ক্রিকেটা🍎র নন। তিনি শুধু মুম্বইয়ের হয়ে আইপিএল খেলেন। এখন এটাই দেখার বিষয় পুরোপুরি ফিট হয়ে ভারতীয় দলে কবে আসেন জসপ্রীত বুমরাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।