মহিলা বিগ ব্যাশ লিগের আসন্ন মরশুমে ভারতীয় মহিলা দলের শীর্ষস্থানীয় ব্যাটার জ♐েমিমা রডরিগেজকে খেলতে দেখা যাবে মেলবোর্ন স্টারসের হয়ে। জেমিমা রডরিগেজ মেলবোর্ন স্টারস দলের সঙ্গে উইমেন্স বিবিএলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। টুইট করে এই তথ্য জানি🌠য়েছে মেলবোর্ন স্টারস ফ্র্যাঞ্চাইজি। জেমিমা রডরিগেজ হলেন প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড়, যিনি মহিলা বিবিএলে মেলবোর্ন স্টারসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে সপ্তম মরশুমেও তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। রেনেগেডসের হয়ে খেলার সময় তিনি ১১৬ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করেছিলেন।
মহিলাদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের অংশ হয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন জেমিমা। মেলবোর্ন দলের হয়ে খেলতে পেরে আনন্দ প্রকাশ করেছেন জেমিমা রডরিগেজ। ভারতের তারকা ব্যাটার বলেন, ‘মেলবোর্ন স্টারস পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই খুশি। আমাকে বলা হয়েছিল যে আমিই প্রথম ভা🍷রতীয় মহিলা খেলোয়াড় যিনি স্টারদের হয়ে চুক্তিবদ্ধ হয়েছি। এটা আমার জন্য অনেক সম্মানের বিষয়। মেলবোর্ন বরাবরই অস্ট্রেলিয়ায় আম꧃ার প্রিয় শহর এবং আমি এর জন্য খুবই উত্তেজিত।’
আরও পড়ুন… চাহালকে বাদ দিয়ে ত෴াঁর IPL দলের প্লেয়ারকে ভারতীয় একাদশে নিতে বললেন গম্ভীর
জেমিমা রডরিগেজ সম্প্রতি ইংল্যান্ডের দ্য হান্ড্রেড উইমেনস প্রতিযোগিতারও অংশ ছিলেন। তবে তিনি তাঁর দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন 🧜এবং চোটের কারণে তাঁকে বাদ পড়তে হয়েছিল। জেমিমা তাঁর দুই ইনিংসে যথাক্রমে ৫৩রান করেছিলেন। যার মধ্যে ওভাল ইন🌌ভিনসিবলসের বিপক্ষে ৩২বলে ৫১রান ছিল।
আরও পড়ুন… হার্দিক কখনই পঞ্চম বোলার হতে পারেন না, টিম ম্যানেজমেন্টকে নিয়ে পূ🗹জারার প্রশ্ন
দ্য হান্ড্রেডের আগে, জেম♏িমা ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন এবং সেখানেও নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা সেরা ৫ ব্যাটসম্যানের মধ্যে তিনি ছিলেন। পাঁচ ম্যাচে ৭৩ গড়ে ১৪৬ রান করেছেন তিনি। এ সময় তিনি হাফ সেঞ্চুরিও করেন। আসন্ন বিবি﷽এলে জেমিমা রডরিগেজ মেলবোর্ন স্টারসের হয়ে কেমন পারফরম্যান্স করেন সেটাই এখন দেখার বিষয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।