দুর্দান্ত শতরানের জেরে লর্ডস টেস্টে সেরা নির্বাচিত হয়েছেন। তা নিয়ে প্রশংসা পাওয়ার মধ্যেই ভাইরাল হয়ে গেল জো রুটের একটি ‘ম্যাজিক’ ভিডিয়ো। লর্ডসের নন-স্🐭ট্রাইকিং এন্ডে ব্যাটের ভারসাম্য😼 বজায় রাখার সেই ভিডিয়ো দেখে নেটিজেনদের প্রশ্ন, প্রাক্তন ইংরেজ অধিনায়ক কি ম্যাজিশিয়ানও?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, লর্ডসের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন রুট। বল করছেন কাইল জেমিসন। স্ট্রাইকে ছিলেন বেন ফোকস। সেইসময় নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে কিছু না ধরেই ক্রিজে ব্যাট রেখে দিয়েছেন 🍰রুট। জেমিসন রান-আপ শুরু করার পরেই ব্যাট ধরে নেন প্রাক্তন ইংরেজ অধিনায়𝕴ক।
সেই ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই ধরেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন বলেন, ‘আমি জানি যে রুট অত্যন্ত প্রতিভাবান। কিন্তু এরকম ম্যাজিক যে জানেন, সেটা জানা ছিল না….এটা কোন ধরনের জাদুবি๊দ্যা?’ পুরো বিষয়টি নিয়ে টুইটারে আলোচনা শুরু হয়। এক সাংবাদিক জানান, রুট যে ব্যাট করেন, তা সোজা। সাধারণত যে ব্যাট করা হয়, সেটার মতো নয়।
আরও পড়ুন: ENG vs NZ: ১০ হাজারের মাইলস্টোন ছুঁয়ে লর্ডসꦕ টেস্টে ইংল্যান্ডকে জেতালেন জো রুট
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
লর্ডসে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটের বিনিময়ে ২১৬ রান সংগ্রহ করেছিল। ম্যাচ জিততে দরকার ছিল ৬১ রান। চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দুর্দান্ত শতরান করে জো রুট ইংল্যান্ডকে জয় এনে দেন। পাঁচ উইকেটে ২৭৯ রান তুলে লর্ডস টেস্ট পকেটে পুরে নেয় ইংল্যান্ড। শেষ ইনিংসে রুটকে যথাযথ সঙ্গত করেন ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস ও উইকেটকিপার বেন ফোকস। স্টোকস ৫৪ রান করে আউট হন। ফো🐠কস নট-আউট থাকেন ৩২ রান করে। রুট ১২টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ১১৫ রান ক🦩রে অপরাজিত থেকে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।