ভারতের ঘরোয়া ক্রিকেট কতটা উন্নত মানের﷽, সেটা বোঝা যাচ্ছে প্রতি পদে। বিশ্বকাপে অংশ নেওয়া এক জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে গিয়ে হারিয়ে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে চলেছে ভারতের এক রাজ্যদল।
নামিবিয়ার বিরুদ্ধে চুতর্থ ম্যাচেও ফের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে কর্ণাটক। সিরিজের প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল কর্ণাটক। দ্বিতীয় ম্যাচে অবশ্য সাড়ে তিনশোর উপর রান তুলে অবশ্য ৫ উইকেটে হারতে হয়েছিল। তবে তৃতী𝓰য় ম্যাচে ফের ছন্দে ফিরে কর্ণাটক ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। আর শুক্রবার চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে ফেলল কর্ণাটক।
আরও পড়ুন: আউট হয়েও হল✨েন না সিরাজ, সাজঘরে 🔯হাঁটা লাগিয়েছিল অজি দল, ফের নামতে হল মাঠে- ভিডিয়ো
প্রাক মরশুম প্রস্তুতির উদ্দেশ্যে ভারতের বহু টেস্ট টিমকেই বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। কর্ণাটক এবার ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলতে উড়ে গিয়েছে নমিবিয়ায়। কোনও স্টেট টিম নয়, নমিবিয়ার জাতীয় দলের বিরুদ্ধে লড়াই করছেন রবিকুমার সামর্থরা। আর সেই দলের বিরুদ্ধেই একের পর এক ম্যাচে কর্ণা♔টক দাপট দেখিয়ে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হল, গত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নমিবিয়া। তাদের এবার বিধ্বস্ত হতে হচ্ছে ভা🔯রতে রঞ্জি ট্রফি খেলা এক রাজ্য দলের হাতে।
আরও পড়ুন: প্রথমে রাহানে🐽 তারপর শার্দুল 'আউট' নো-বলে, দু'বﷺারই জীবনদানের নেপথ্যে কামিন্স
শুক্রবার টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় কর্ণাটক। শুরুতে নামিবিয়ার ব্যাটিং অর্ডার একেবারে নড়বড় করছিল। ১৭ রানের মধ্যে তারা ৩ উইকেট হারিয়ে বসে থাকে। তবে নামিবিয়ার অধিনায়ক জ্যান ফ্🍃রাইলিঙ্কয়ের দুরন্ত সেঞ্চুরি তাদের অক্সিজেন দেয়। ১২৪ বলে ১০৯ রান করেন ফ্রাইলিঙ্ক। এ ছাড়াও মিচাউ ডু'প্রিজের ৪১ (৭২ বলে), নিকোলাস দাভিনের ৩০ (৪০ বলে), জ্যান গ্রিন꧙ের ২৭ (৩০ বলে), কার্ল বার্কেনস্টকের অপরাজিত ২০ (১৫ বলে) রানের হাত ধরে নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে নামিবিয়া। কর্ণাটকের হয়ে নিকিন জোস ২ উইকেট নেন।
২৫৪ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতের রাজ্য দল। রান তাড়া করতে নেমে কর্ণাটকের বিশাল ওনাট মাত্র ২ করে সাজঘরে ফিরে গেলেও, আর এক ওপেনার এলআর চেতন ৫৮ বলে ৪৭ রান করেন। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন নিকিস জোস এবং কর্ণাটকের অধিনায়ক রবিকুমার। নিকিন ৬৮ বলে ৫৬ করেন। আর রবিকুমার করেন ৫৫ বলে অপরাজিত ৫৬ রান। এ ছাড়া দলের কিপার-ব্যাটার ক্রুতিক কৃষ্ণ ৩২ (৪৩ বলে), শুভাং হেগড়ে অপরাজিত ৩০ (২৪ বলে), কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ ২৬ (২৫ বলে) রান করেন। ৪৭.১ ওভারে ৫ উইকেটে ২৫৬ রান করে কর্ণাটক। চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে পাঁচ ম্যাচের সিরিজে জয় ছিনিয়ে 🅰নিল ভারতের রঞ্জি খেলা টিম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।