💞 ভারতের ঘরোয়া ক্রিকেট কতটা উন্নত মানের, সেটা বোঝা যাচ্ছে প্রতি পদে। বিশ্বকাপে অংশ নেওয়া এক জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে গিয়ে হারিয়ে চলেছে ভারতের এক রাজ্যদল।
নামিবিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও ফের দাপুটে জয় ছিনিয়ে নিল কর্ণাটক। সিরিজের প্রথম ম্যাচে নমিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল কর্ণাটক। দ্ব🌞িতীয় ম্যাচে অবশ্য সাড়ে তিনশোর উপর রান তুলেও ৫ উইকেটে হার🅷তে হয়েছিল। তবে তৃতীয় ম্যাচে ফের ছন্দে ভারতের রাজ্যদল কর্ণাটক। ফের তারা ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল।
প্রাক মরশুম প্রস্তুতির উদ্দেশ্যে ভারতের বহু টেস্ট🎐 টিমকেই বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে দেখা যায়। কর্ণাটক এবার ৫টি ৫০ ওভꦡারের ম্যাচ খেলতে উড়ে গিয়েছে নমিবিয়ায়। কোনও স্টেট টিম নয়, নমিবিয়ার জাতীয় দলের বিরুদ্ধে লড়াই করছেন রবিকুমার সামর্থরা। আর সেই দলের বিরুদ্ধেই একের পর এক ম্যাচে কর্ণাটক দাপট দেখিয়ে চলেছে। উল্লেখযোগ্য বিষয় হল, গত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল নমিবিয়া। তাদের এবার বিধ্বস্ত হতে হচ্ছে ভারতে রঞ্জি ট্রফি খেলা এক রাজ্য দলের হাতে।
বুধবার টস জিতে প্রথমে কর্ণাটক প্রথমে ব্যাট করতে পাঠায় নামিবিয়াকে। কর্ণাটক বোলারদের দাপটে ৪৫.১ ওভারে ২২৬ রান করে অলআউট হয়ে যায় নামিবিয়া। শুরু থেকে কেউই সেই ভাবে ক্রিজে টিকতেই পারেননি। ৫০ পার করার আগেই চার উইকেট হারিয়ে বসে থাকে নামিবিয়া। ছয়ে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করেন জেন গ্রিন। তিনি ৭২ বলে ৬৫ রান করেন।🃏 আর আটে নেমে বার্নার্ড শুল্টজ করেন ৪৯ বলে ৫৯ রান। অষ্টম উইকেটে ৯১ রান যোগ করেন গ্রিন এবং বার্নার্ড জুটি। এই পার্টনারশিপই নামিবিয়াকে ২০০ রানের গণ্ডি টপকাতে সাহায্যꦅ করে। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ ৩০ বলে ২৪ করেছেন গেরহার্ড জানসে ভ্যান রেন্সবার্গ। বাকিদের অবস্থা তথৈবচ।
আরও পড়ুন: ICC টুর্নামেন্টের স্কোয়াডে থেকেও ফাইনাল খেলা হলꦚ না, ১২ বছর পর ফের ধাক্কা খেলেন অশ্বিন
কর্ণাটকের হয়ে শুভাং হেগড়ে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন বিজয়কুমার বৈশক। ঋষি বোপান্না এবং নিকিন জোস ১টি🌜🐬 করে উইকেট নিয়েছেন। ৩টি রানআউট হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।