ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচেই নজরকাড়া বোলিং করেন ক্রুণাল পান্ডিয়া। গ্লস্টা🌜রশায়ারের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের ম্যাচে একজোড়া উইকেট তুলে নেন সিনিয়র পান্ডিয়া।
ক্রুণাল এবছর শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেটের জন্যই ওয়ারউইকশায়ারে যোগ দেন। প্রথম ম্যাচে তিনি ১০ ওভার🍒ের বোলিং কোটা পূর্ণ করেন। ৫৪ রান খরচ করে তিনি তুলে নেন অলি🧸ভার প্রাইস ও টম স্মিথের উইকেট। পান্ডিয়ার দল অনায়াসে ম্যাচ জেতে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গ্লস্টারশায়ার। তারা ৪৮.৫ ওভারে ২৬৪ রানে অল-আউট হয়ে যায়। বেন ওয়েলস ৭৬ ও জাফর গোহার ৬২ রান করেন। এছাড়া ক্রিস ডেন্ট ২৩, মার্কাস হ্যꦯারিস ৭, অলিভার প্রাইস ৩৬, জ্যাক টেলর ২২ ও টম প্রাইস ১২ রান করেন। ক্রেগ মিলস ৩টি, অলিভার হ্যানন, ক্রুণাল ও উইল রোডস ২টি করে উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ওয়ারউইকশায়ার ৩৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬৫ রান তুলে নেয়। দুর্দান্ত শতরান করেন ডমিনিক সিবলি। তিনি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১০৬ রান করে নট-আউট থাকেন। ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৮৭ রান করে আউট হন রব ইয়েটস। ক্যাপ্টেন উইল রো꧂ডস ৪০ রানের যোগদান রাখেন। ২১ রানে নট-আউট থাকেন মাইকেল বার্গেস।
ব্যাট করার সুযꦬোগ হয়🐓নি ক্রুণালের। ওয়ারউইকশায়ার ৬৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে থাকলেও রয়্যাস লন্ডন ওয়ান ডে কাপের শুরুটা মনে রাখার মতো হল না চেতেশ্বর পূজারার। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে প্রথম ম্য়াচে ১টি বাউন্ডারির▨ সাহায্যে ১৬ বলে মাত্র ৯ রান করে আউট হন চেতেশ্বর। তাঁর দল সাসেক্স ৬৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে।
আরও পড়ুন:- কাউন্টিতে ১০০০ রান পূর্ণ করলেন প꧃ূজারা, দলের বিপꦅর্যয়েও একা লড়লেন ব্যাট হাতে
প্রথমে ব্যাট করে নটিংহ্যাম নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। ম্যওাথিউ মন্টগোমেরি ৮৭ ও লিয়াম প্যাটারসন-হোয়াইট ৬২ রান করেন। ২টি করে উইকেট নেন সিয়ান হান্ট ও কার্ভেলাস।
জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স ৪৪ ওভারে ২২৫ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে💫 বেশি ৭৫ রান করেন টম আলসপ। ৩টি উইকেট নিয়েছেন নটিংহ্যামের ব্রেট হাটন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।