২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার পর দু'মাস🤡েরও বেশি সময় কেটে গিয়েছে। তবে এখনও টুর্নামেন্টের একটি বিষয় নিয়ে বেশি চর্চা হয়। আর সেটা হল, লখনউতে সেই কুখ্যাত ঝামেলার ঘটনা। লখনউয়ের একনা স্টেডিয়াম সেই ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো পরিবেশ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের পরেই ভারতীয় ক্রিকেটের দুই তারকা- বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই ঝামেলা প্রায় হাতাহাতিতে পৌঁছে গিয়েছিল।
এই ঝামেলায় জড়িত ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মেয়ার্সও। কোহলির সঙ্গে ক্যারিবিয়ান তারকা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন। এত দিন পরে এই নিয়ে মুখ খুললেন মেয়ার্স। গায়ানায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে মেয়ার্স লখনউতে সﷺেই কুখ্যাত ঘটনা নিয়ে মুখ খোল🀅েন। প্রসঙ্গত, মেয়ার্সও লখনউ সুপার জায়ান্টসের হয়েই খেলেন।
আরও পড়ুন: ঘ♚ুরিয়ে নাক দেখাল পাকিস্তান সরকার, অবশেষে বাবররা ODI World Cup খেলতে আসার ছাড়পত্র পেলেন
ঝামেলার পর্বটি শুরু হয়েছিল যখন কোহলি এবং এলএসজি-র নবীন-উল-হকের মধ্যে বাকযুদ্ধ দিয়ে। সেই সময়ে আম্পায়ার এবং ক্রিজে থাকা অপর এলএসজি প𒉰্লেয়ার অমিত মিশ্র দু'জনকে থামাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পর কোহলি এবং নবীন হ্যান্ডশেক করার সময়ে ফের ঝামেলা বাধে। এবং তার পর মেয়ার্সের সঙ্গেও কোহলির কিছু কথা কাটাকাটি হয়। সেই সময়ে আবার এলএসজি-র পরামর্শদাতা তাঁর সতীর্থ মেয়ার্সকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়।
আরও ♈পড়ুন:⛎ T20 থেকে অবসর নয়, এখনও লম্বা ইনিংস খেলার কথা ভাবছেন রোহিত- ভিডিয়ো
ফ্যান কোডে এক সাক্ষাৎকারে কোহলির সঙ্গে ঝামেলা নিয়ে খোলামেলা ভাবে কথা বলেছেন মেয়ার্স। তিনি দাবি করেছেন, ‘ব্যাপারটা আমার ভালোই লেগেছিল। মাঝে মাঝে বিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে হღয়। তাতে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। মাঠে আগ্রাসন দেখানো আমার ভালোই লাগে। এতেই একজন ক্রিকেটারের আসল সাহস বোঝা যায়। একজন ক্রিকেটার দলকে🌞 জেতানোর জন্যে কতটা মরিয়া সেটা প্রকাশ পায় তার এ রকম আচরণেই।’
এই ঘটনার পর কোহলি এবং গম্ভীর দু'জনকে নিয়েই তীব্র সমালোচনা হয়েছে। আর এর জন্য বিসিসিআই পরে দুই ক্রিকেট൲ারকেই বড় জরিমানা করে। গম্ভীরকে তাঁর ম্যাচ ফি এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। এবং পরে আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২১-এর অধীনেꦦ লেভেল টু অপরাধের জন্য কোহলিকে তাঁর পুরো ম্যাচ ফি-ই জরিমানা করা হয়েছিল। তুলনায় শাস্তি কম হয় নবীনের। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।