প্রথম দিনে দারুণ বোলিং করেছেন লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের তরুণ বোলার রোমান ওয়াকার। ১১ ওভার বল করে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এদিন ব✱ুমরাহ♛ উইকেট না পেলেও প্রসিধ কৃষ্ণ আউট করলেন শ্রেয়স আইয়ারকে।
বৃষ্টির কারণে আর শুরু হল না প্রথম দিনের খেলা
বৃষ্টির কারণে ৬০.২ ওভারেই ꧃শেষ প্রথম দিনের খেলা। এদিন বল আর গড়ায়নি। ফলে প্রথম দিনে ভারতের স্কোর ২৪৬/8 রান। ১১১ বলে অপরাজিত ৭০ রান করে ক্রিজে রয়েছেন কেএস ভরত এবং তাকে যোগ্য সঙ্গে দিচ্ছেন মহম্মদ শামি। ভারতীয় অভিজ্ঞ পেস বোলার ব্যাট হাতে করেছেন ২৬ বলে ১৮ রান। প্রথম দিনে দারুণ বোলিং করেছেন লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের তরুণ বোলার রোমান ওয়াকার। ১১ ওভার বল করে ২৪ রান দিয়ে🌠 পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এদিন বুমরাহ উইকেট না পেলেও প্রসিধ কৃষ্ণ আউট করলেন শ্রেয়স আইয়ারকে।
আবার শুরু হল বৃষ্টি, থেমে গেল খেলা
৬০.২ ওভারে আবার বৃষ্টি শুরু হল। 🍨ততক্ষণে অবশ্য ভারতীয় দল স্কোর বোর্ডে ২৪৬/8 রান তুলে নিয়েছে। ১১১ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন কেএস ভরত এবং ২৬ বলে ১৮ রান করে খেলছেন মহম্মদ শামি। এই নিয়ে তৃত
৫৯ ওভারে ভারতের স্কোর ২৪১/৮ রান
১০৮ বলে ৬৭ রান করে অপরাজিত রয়েছেন কেএস ভরত। তার সঙ্গে সঙ্গ দিচ🍃্ছেন মহম্মদ শামি। ২১ বলে তিনি করেছেন ১৬ রান।
ভারতের অষ্ উইকেটের পতন
৩২ বলে ২৩ রান করে আউট হলেন উমে𓂃শ যাদব। এভিশনের হাতে ক্যাচ দিয়ে ডেভিসের বলে আউট হন তিনি। এদিনের ইনিংসে তিনি চারটি বাউন্ডারি মারেন।
হাফ সেঞ্চুরি করলেন কেএস ভরত
৯৪ বলে🦹 ৫১ রান করলেন ভারতের উইকেটরক্ষক কেএস ভরত। উমেশ যাদবের সঙ্গে পার্টনারশিপ গড়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
২০০ রান করল ভারত
ক🐭েএস ভরত ও উমেশ যাদবের ব্যাটিং পারফরমেন্সের ফলে ২০০ রান টপকে গেল ☂টিম ইন্ডিয়া। এখন ৫০ রানের কাছে পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক।
চা বিরতি শেষ, শুরু হল খেলা
৪৭ ꦆওভারে শেষে ভারতের স্কোর ১৭৯/৭ রান। ক্রিজে লড়াই চালাচ্ছেন কেএস ভরত ও উমেশ যাদব।
চা বিরতি, ভারতের স্কোর ১৭৫/৭ রান
ভারতের স্কোর ১৭৫/৭ রান। ক্রিজে রয়েছেন কেএস ভরত ও উমেশ যাদব। ৭১ বলে ৩৪ রান করে ক্রিজে রয়েছেন ভরত। উমেশ যাদব করেছেন ১২ বলে 🍷৮ রান। পাঁচ উইকেট নিয়েছেন রোমান ওয়াকার।
ভারতের সপ্তম উইকেটের পতন
ম্যাচে নিজের পঞ্চম উইকেটের শিকার করলেন রোমান ওয়াকার। শার্দুল ঠাকুরকে আউট করে স🍃াজঘরে ফেরালেন তিনি। ৪ বলে ৬ রান করে রোমান ওয়াকেরের বলে বোল্ড হন শার্দুল ঠাকুর। ৪২.১ ওভারে ভারতের স্কোর ১৪৮/৭ রান।
বিরাট কোহলি আউট
৬৯ বলে ৩৩ রান করে আউট হলেন বিরাট কোহলি। ভারতের স্কোর ছয় উইকেটে ১৩৮ রান। তবে এই আউট নিয়ে খুশি ছিলেন না কোহলি। আউট হওয়ার🦹 পরে ক্রিজে দাঁড়িয়ে থাকেন। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। শেষ পর্যন্ত সাজঘরে ফিরে যান তিনি। কোহলিকেও আউট করেন রোমান ওয়াকার। LBW হন বিরাট কোহলি।
আবার শুরু হল খেলা
বৃষ্টি শেষ হতেই পিচের ঢাকা ত🅘ুলে নেওয়া হয়। মাঠে নেমেছেন বিরাট কোহলি ও কেএস ভরত। বল হাতে প্রস্তুত প্রসিধ কৃষ্ণ।
শুরু হয়েছে বৃষ্টি, খেলা আপাতত বন্ধ
৩৭.২ ওভারের 🦹পরে ভারতের স্কোর ১৩৩/৫ রান। ৮৪ বেল ৫২ রানে পার্টনারশিপ গড়েছেন কোহলি ও ভরত। কোহলি করেছেন ৬০ বলে ৩২ রান কেএস ভরত করেছেন ৪৪ বলে ১১ রান। আপা🐻তত খেলা বন্ধ রেখে পিচ ঢাকা হয়েছে।
৩৬ ওভারে ভারতের স্কোর ১২৪/৫ রান
🅰৭৬ বলে ৪৩ রানের পার্টনারশিপ করলেন♛ কোহলি ও ভর। ৫৩ বলে ২৩ রান করে ক্রিজে রয়েছেন কোহলি ৪৩ বলে ১১ রান করে খেলছেন কেএস ভরত।
১০০ রান পূর্ণ করল ভারত
ম্যাচের ৩০ত🧔ম ওভারে ১০০ রান পূর্ণ করল ভারত। ৩০ ওভারেꦜর শেষে ভারতের স্কোর ১০৪/৫ রান। ক্রিজে রয়েছেন কোহলি ও ভরত।
শুরু হল প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা
প্রসিধ কৃষ্ণ বল করতে শ𒁏ুরু করলেন। এখন ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও কেএস ভরত।
প্রথম সেশনের খেলা শেষ
প্রথম𒁏 সেশনের খেলা শেষে ২৮ ওভারে ভারতের স্কোর ৯০/৫ রান। কোহলি ৩২ বলে ৯ রান করে এবং কেএস ভরত ১৬ বলে ৬ রান করে ক্রি♌জে রয়েছেন। তাদের পার্টনারশিপ ২৮ বলে ৯ রান। ৩.২১ স্ট্রাইক রেটে রান করেছে ভারত।
আউট জাদেজা, পঞ্চম উইকেটের পতন
১৩ রান করে সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাদে꧃জা। রোমান ওয়াকারের বলে LBW হন তিনি। ২৩.৩ ওভারে ভারতের স্কোর ৮১/৫ রান।
ভারতের চতুর্থ উইকেটের পতন
আউট হলেন শ্রেয়স আইয়ার। শূন্য♓ রানে✃ই প্রসিধ কৃষ্ণের বলে ঋষভ পন্তের হাতে ধরা দেন শ্রেয়স আইয়ার। ভারতের স্কোর ২০.১ ওভারে ৫৫/৪ রান।
২৩ বলে ৩ রান করে আউট হলেন হনুমা বিহারী
হনুমা বিহারী ২৩ বলে ৩ রান করে আউট হলেন। রোহিত শর্মার পরে রোমান ওয়াকারের বলে স্যাম বাটেসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে য🥀ান হনুমা। ১৭.১ ওভারে ভারতের স্কোর ৫৪/৩ রান
আউট হলেন রোহিত শর্মা
৪৭ বলে ২৫ রান করে রোমান ওয়াকারের বলে সাকান্দের হাতে ক্যাচ সাজঘরে ফিরಌলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাইশ গজে ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। ১৫.২ ওভারে ভারতের স্কোর ৫০/২ রান।
১৪ ওভারে ৫০/১ রান করল ভারত
১৪তম ওভারে🃏ই ৫০ রান করল টিম ইন্ডিয়া। হনুমা বিহা💫রী ৩ রান ও রোহিত শর্মা ২৫ রান করে ক্রিজে রয়েছেন।
ভারতের স্কোর ১০ ওভারে ৩৯/১
১১ নম্বর ওভার বল করতে এলেন প্রসিধ কৃষ্ণ। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও হনুমা 🍃বিহারী।
আউট হলেন শুভমন গিল
২৮ বলে ২১ রান করে আউট হলেন শুভমন গিল। উইল ডেভিসের বলে ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শুভমন গিল। ৯.২ ওভারে ভারতের স্কোর ৩৫/১ রা😼ন। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন হনুমা বিহারী।
ইনিংসের শুরু করলেন রোহিত ও গিল
রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু করলেন 🧸শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর ৬/0 রান। বুমরাহের বিরুদ্ধে মাঠে নেমেছেন রোহিত ও গিল।
টস জিতল ভারত
লেস্টারশায়ারের বিরুদ্ধে টস জিতল ভারত। এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত।&nbﷺsp;
টিম ইন্ডিয়ার এই সদস্যরা রোহিতদের বিরুদ্ধে খেলবেন
চোটের কারণে কেএল রাহুল এই সফর থেকে বা🐽দ পড়েছেন। এ দিকে রাহুলের পরিবর্তে কে সহ-অধিনায়ক হবেন, বিসিসিআই এখনও নাম ঘোষণা করেনি। ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার ইতিমধ্যে লেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং ✅তাঁরাও এই ম্যাচে অংশ নেবেন।
দেখে নিন লেস্টারশায়ারের সম্ভাব্য স্কোয়াড-
লেস্টারশাযꩲ়ার: স্যাম ইভান্স (ক্যাপ্টেন), রেহান আহমেদ, চেতেশ্বর পূজারা, স্যাম বেটস (উইকেটরক্ষক), ঋষভ পন্ত, ন্যাট বোলি, উইল ডেভিস, জোই এভিসন, লুই কিম্বার, ✱আবি সাকান্দে, রোমান ওয়াকার, প্রসিধ কৃষ্ণ, জসপ্রীত বুমরাহ
দেখে নিন ভারতের সম্ভাব্য দল--
ভারত: রোহিত শর্মা (ক্যাপ্🐟টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।