ক্লাব ছাড়তে চেয়🎃েছিলেন লিওনেল মেসি। বার্সেলোনা কর্তারা একপ্রকার জোর করেই আটকে রাখেন আর্জেন্তাইন তারকাকে। নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সায় পড়ে থাকতে হলেও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা দিলেন না মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের জমানায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নেমেই জ🌳োড়া গোল করেন এলএম টেন। প্রত্যাশিতভাবেই বার্সেলোনা ৩-১ গোলে পরাজিত করে জিরোনাকে।
ম্যাচে💝র প্রথমার্ধে ফিলিপ কুটিনহোর গোলে (২১ মিনিট) ১-০ এগিয়ে যায় বার্সেলোনা। 💙দ্বিতীয়ার্ধে ৪৫ ও ৫১ মিনিটে দু'টি গোল করেন মেসি। ৪৬ মিনিটে জিরোনার হয়ে ব্যবধান কমান স্যামুয়েল।
কোম্যান দায়িত্ব নিয়েই জানিয়ে দেন সুয়ারেজ, ভিদাল, রাকিটিচরা তাঁর পরিকল্পনায় নেই। তাঁদের নতুন ক্লাব খুঁজে নিতে বলা হয় বার্সার তর🦩ফে। রাকিটিচ সেভিয়ায় ফিরে গেলেও সুয়ারেজ ও ভিদাল এখনও বার্সাতেই রয়েছেন। যদিও কোম্যান ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, কাতালান ক্লাবে পড়ে থাকলে, তাঁদের গোটা মরশুম যন্ত্রণাময় হতে চলেছে। কেননা, দ্বিতীয় প্রীতি ম্যাচেও দুই অভিজ্ঞ তারকাকে দলে রাখলেন না ডাচ কোচ।
সুয়ারেজের প্রসঙ🔯্গে ম্যাচের শেষ কোম্যান বলেন, ‘যদি সুয়ারেজ শেষমেশ বার্সেলোনায় থেকে যায়, তবে দলের বাকি ফুটবলারদের মতোই ওর সঙ্গে ব্যবহার করা হবে। আজ সকালেই ওর সঙ্গে আমার কথা হয়েছ♚ে। আমরা এখনও জানি না, ও থাকছে নাকি ক্লাব ছাড়তে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।