ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ডারহ্যামে সম্মিলিত কাউন্টি একাদশের বিরুদ্ধে গুরুত𒀰্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল।
কাউন্টি একাদশের বোলিং পারফর্ম্যান্স
ক্রেগ মাইলস ৩টি, লিন্ডন জেমস ২টি, লিয়াম প্যাটারꦚসন-হোয়♒াইট ২টি ও জ্যাক কারসন ১টি উইকেট নেন।
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
রোহিত ৯, মায়াঙ্ক ২৮, পূজারা ২১, বিহারী ২৪, লোকেশ রাহুল ১০১, জাদেজা ৭৫, শার্দুল ২০, অক্ষর ০, উমেশ ১𓆉২, বুমরাহ অপরাজিত ৩ ও সিরাজ অপরাজিত ১ রান করেন।
প্রথম দিনের খেলা শেষ
প্রথম দিনের শেষে ৯০ ওভার ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৩০৬ রান তুলেছে। বুমরাহ ৩ ও সিরাজ⛦ ১ রানে অপরাজিত 🔴রয়েছেন।
উমেশ যাদব আউট
৮৮তম ওভারে প্যাটারসন-হোয়াইটের চতুর্থ বলে লিবির হাতে ধর😼া পড়েন উমেশ যাদব। তিনি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১২ রান করে। ভারত ৩০২ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।
ভারত ৩০০
৮৮তম ওভারে ভারত প্রথ♉ম ইনিংসে দলগত ৩০০ রান পূর্ণ করඣে।
জাদেজা আউট
৮৫তম ওভারে মাইলসের শেষ বলে আউট হন জাদেজা। তিনি লিবির হাতে ধরা দেন। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৬ বলে ৭৫ রান করে ক্রিজ ছাড়েন জাদেজা। ভারত ২৯০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্♑যান জসপ্রীত বুমরাহ।
প্র্যাকটিস ম্যাচের ফাঁকেও রোহিতদের নজর শ্রীলঙ্কায়
🐼প্র✅্যাকটিস ম্যাচের ফাঁকেও রোহিতদের নজর শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে। ড্রেসিংরুমে খেলা দেখছেন ভারতীয় তারকারা।
অক্ষর প্যাটেল আউট
শার্দুল ফেরার পর একই ওভারের শেষ বলে আউট হয়ে বসেন অক্ষর প্যাটেল। ৪ বলে খেলে খাতা খুলতে পারেননি তিনি। মাইলসের বলে রিউয়ের দস্তানায় ধরা পড়েন অক্ষর। ভারত ২৮২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। ৮৩ ওভারে ভারত ২৮২/৭। জღাদেজা ৭৪ রানে ব্যাট করছেন।
শার্দুল আউট
৮৩তম ওভাꩲরে মাইলসের দ্বিতীয় বলে বোল্ড হলেন শার্দুল ঠাকুর। তিনি ২টি বাউন্ডারির সাহায্যꩲে ২৮ বলে ২০ রান করে ক্রিজ ছাড়েন। ভারত ২৮২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল।
চোট পেয়েছেন আবেশ খান
কাউন্টি একাদশের হয়ে মাঠে নামা আবেশ খান বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপডেট দিল💞 বিসিসিআই।
৮০ ওভারে ভারত ২৭৩/৫
৮🍰০ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৭৩ রান তুলেছে। জাদেজা ৭০ ওဣ শার্দুল ১৫ রানে ব্যাট করছেন।
ভারত ২৫০
৭৬তম ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে ভারত।
৭৫ ওভারে ভারত ২৪২/৫
৭৫ ওভার শেষে ভারত ৫ ♏উইকেটের বিౠনিময়ে ২৪২ রান তুলেছে। জাদেজা ৫০ ও শার্দুল ৪ রানে ব্যাট করছেন।
জাদেজার হাফ-সেঞ্চুরি
৪টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা𒊎।
রাহুল অবসৃত
১৫০ বলে ১০১ রান করে পরবর্তী ব্যাটসম্যানদের সুযোগ করে দিতেই মাঠ ছাড়েন লোকে෴শ রাহুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান শার্দুল ঠাকুর।
লোকেশ রাহুলের সেঞ্চুরি
১১টি 🐽চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন লোকেশ ಌরাহুল।
৬৭ ওভারে ভারত ২১২/৪
৬৭ ওভারে ভারত ৪ উইকেটের বিন♕িময়ে ২১২ রান তুলেছে। রাহু𝓀ল ৮৯ ও জাদেজা ৩৬ রানে ব্যাট করছেন।
ভারত ২০০
৬২তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ ক♌রে। ভারতের স্কোর ২০১/৪। রাহুল ৮৫ ও🦩 জাদেজা ২৯ রানে ব্যাট করছেন।
চায়ের বিরতি
চায়ের বিরতিতে ভারত ৬০ ওভা🃏র ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তুলেছে। লোকেশ রাহুল ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১১ বলে ৭৬ রান করে অপরাজিত রয়েছেন। রবীন্দ্র জাদেজা ২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ২৬ রান꧋ে ব্যাট করছেন।
৫৫ ওভারে ভারত ১৭৫/৪
৫৫⭕ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলেছে। রাহুল ৭২ ও জাদেজা ১৭ রানে ব্যাট ক🌱রছেন।
ভারত ১৫০
৫১তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে।
৫০ ওভারে ভারত ১৪৬/৪
৫০ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে। রাহুল ৫২ ও জাদেজা𓆏 ৯ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৬ট💜ি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল।
৪৫ ওভারে ভারত ১৩৭/৪
৪০ ওভারে ভারত ১১৪/৪
৪০ ওভার শেষে ꦯভারত ৪ উইকেটের বিনিময়ে ไ১১৪ রান তুলেছে। রাহুল ২৯ ও জাদেজা ১ রানে ব্যাট করছেন।
বিহারী আউট
৩৮তম ওভারের দ্বিতীয় বলে আউট বিহারী। ২টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন ꦰহনুমা। তিনি প্যাটারসন-হোয়াইটের বলে মাইলসের হাতে ধরে পড়েন। ভারত ১০৭ রানে ৪ উইকেট হারায়। ক্রি𒐪জে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।
ভারত ১০০
🍎৩৫💯তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে।
লাঞ্চের বিরতি
প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ভারত ৩ উইকেটের বিনিময়ে 🅠৮০ রান তুলেছে।
৩০ ওভারে ভারত ৮০/৩
৩০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৮০ রান তুলেছে। বিহারী ১৬ ও রাহুল ৫ রানে ব্যাট🎐 করছেন।
২৫ ওভারে ভারত ৭০/৩
২৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। বিহা🥃রী ৯ ও লোকেশ ২ রানে ব্𒐪যাট করছেন।
পূজারা আউট
২৫তম ওভারের প্রথম বলে পূজারা আউট হয়ে সাজঘরে ফেরেন।🌄 ২টি বাউন্ডারির সাহ𒈔ায্যে ৪৭ বলে ২১ রান করে কারসনের বলে স্টাম্প আউট হন চেতেশ্বর। ভারত ৬৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল
২০ ওভারে ভারত ৫৬/২
২০ ওভার শেষে ভারত ২ উইকেটের বি❀নিময়ে ৫৬ রান তুসেছে। পূজারা ১৬ ও বিহারী ৩ রানে ব্যাট করছেন।
কালো আর্ম ব্যান্ড পরে মাঠে ভারত
প্রয়াত যশপাল শর্মাকে শ্রদ্ধা জানাতꦏে ভারতীয় দল কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামে।
ভারত ৫০
১৭তম ওভারে ভারত দলগত ৫০ রান পূ🍰র্ণ করে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৫০/২। পূজারা ১১🍌 ও বিহারী ২ রানে ব্যাট করছেন।
১৫ ওভারে ভারত ৪৯/২
১৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলেছে। পূজারা ১০ ও বিহারী ২ রান💮ে ব্যাট করছেন।
মায়াঙ্ক আউট
১৪তম ওভারে জেমসের চতুর্থ বলে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ২৮ রান করে বোল্ড হন মায়াঙ্ক। ভ🤪ারত দলগত ৪১ রানে ২ উইকেট হারায়💯। ক্রিজে নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী।
রোহিত আউট
দশম ওভারে𓄧 লিন্ডন জেমসেপ পঞ্চম বলে আউট হন রোহিত শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৯ রান করে কারসনের হাতে ধরা পড়েন হিটম্যান। ভারত ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। মায়াঙ্ক ৫টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন। ১০ ওভারে ভারত ৩৩/১।
ভারত ৫ ওভারে ২৪/০
ভারত ৫ ওভারের শেষে বিনা উইকেটে ২৪ রান ♌তুলেছে। রোহিত ৯ ও মꦬায়াঙ্ক ১৫ রানে ব্যাট করছেন।
কাউন্টি সিলেক্ট একাদশ
হাসিব হামিদ, জ্য💯াক লিবি, রবার্টস ইয়েটস, ওয়াশিংটন সুন্দর, উইল রোডস (ক্যাপ্টেন), লিন্ডন জেমস, জেমস রিউ (উইকেটকিপার), লিয়াম প্য🌼াটারসন-হোয়াইট, জ্যাক কারসন, ক্রেগ মাইলস ও আবেশ খান।
কাউন্টি দলের হয়ে প্রস্তুতি ম্যাচে ভারতের দুই তারকা
কাউন্টি দলের হয়ে 🐈ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ও𓃲পেন করতে নামেন রোহিত ও মায়াঙ্ক। বোলিং শুরু করেন ক্রেগ মাইলস।
ভারতের প্রথম একাদশ
রোꦑহিত শর্মা (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্𓆏র জাদেজা, অক্ষার প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
টস জিতল ভারত
কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে শ🀅ুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের। ভারতীয় দলকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন র🧸োহিত শর্মা। কাউন্টি একাদশের ক্যাপ্টেন উইল রোডস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।