শুভব্রত মুখার্জি: বিশ্বের অন্যতম সেরা শাটলার ভারতের পিꦯভি সিন্ধু। জোড়া অলিম্পিক পদকজয়ী বর্তমান মরশুমে একেবারেই ভালো ফর্মে নেই। তাঁর ফর্মের ধারাবাহিকতার অভাব স্পষ্ট হয়েছে সদ্য প্রকাশিত ক্রমতালিকাতেও। এক দশকে নিজের ক্যারিয়ারের সবথেকে খারাপ র্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছেন তারকা। বিডব্লিউএফ দ্বারা সদ্য প্রকাশিত তালিকায় তিনি নেমে গিয়েছেন ১৭ নম্বরে। পাশাপাশি এমন আবহেই তাঁর দাবি মেনে নিয়ে তাঁর নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে মালয়েশিয়ার প্রাক্তন তারকা শাটলার মহম্মদ হাফিজ হা💖সিমকে।
২০২৪ সালেই অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক্সের আসর। এই টুর্নামেন্টকেই পাখির চোখ করেছেন সিন্ধু। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টে তাঁকে খেলতে দেখা যাবে প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন মালয়েশিয়ার মহম্মদ হাফিজ হাসিমের প্রশিক্ষণে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কাছে হাফিজকে কোচ করা💜র আবেদন করেছিলেন সিন্ধু। জোড়া অলিম্পিক পদকজয়ীর এই আবেদন মেনে নিয়েছে সাই। সাইয়ের মিশন অলিম্পিক্স সেলের তরফে মঙ্গলবারেই এই বিষয়ে অফিসিয়াল শিলমোহর দেওয়া হয়েছে। এই সপ্তাহেই কোরিয়া ওপেনে খেলবেন সিন্ধু । সেখানেই সিন্ধুর সঙ্গে যোগ দেবেন তিনি। এই বছরেই কানাডা এবং আমেরিকাতে টুর্নামেন্টে খেলার আগে ৪০ বছর বয়সি হাফিজ দুই সপ্তাহ হায়দরাবাদে এসে সিন্ধুকে কোচিংও করান। হাসিম এরপরে জাপান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন এবং এশিয়ান গেমসে সিন্ধুর সঙ্গে থাকবেন ক𝔉োচ হিসেবে।
হায়দরাবাদের সুচিত্রা ব্যাডমিন্টন অ্যাকাডেমি যেখানে অনুশীলন করেন সিন্ধু তাদের তরফে মাইনে দেওয়া হবে হাফিজকে। তাঁর যাতায়াত, থাকা খাওয়া সহ দৈনিক ভাতা প্রদান করবে সাই। ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সের দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তাই সুঙ্গয়ের প্রশিক্ষণে পদক জেতেন সিন্ধু। এর পরপরেই কোচের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। চোটের কারণে পাঁচ মাস কোর্টে🐟র বাইরে ছিলেন সিন্ধু চলতি বছরে। এরপর ফিরে এসেও তাঁর পারফরম্যান্সে নেই কোন ধারাবাহিকতা। ফলে সদ্য প্রকাশিত ক্রমতালিকায় পাঁচ ধাপ নীচে নেমে গিয়েছেন তিনি। বর্তমানে তাঁর র্যাঙ্কিং ১৭। গত এক দশকে যা তাঁর ক্যারিয়ারের সবথেকে খারাপ র্যাঙ্কিং। বিশ্ব ক্রমতালিকায় প্রাক্তন দুই নম্বরে থাকা সিন্ধু তাঁর গোড়ালিতে চোট পান। তাঁর গোড়ালিতে চিড় ধরে যা൩য়। ফলে পাঁচ মাস কোর্টের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। সিন্ধুর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৪৯,৪৮০ পয়েন্ট। ২০১৩'র জানুয়ারি মাসের পর সিন্ধুর ক্যারিয়ারে এটিই সবথেকে খারাপ র্যাঙ্কিং। ২০১৬ সালের পর এই প্রথমবার তিনি বিশ্ব ক্রমতালিকায় প্রথম দশের বাইরে বেরিয়ে গেলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।