ট্র্যাজিক হিরো বোধহয় একেই বলে। অধিনায়কোচিত দৃঢ়তায় গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে একা🐟 লড়াই চালান মনন ভোরা। তবে তাঁর দল জিততে পারেনি একটিও ম্যাচ। চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ লিগের পাঁচ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন চণ্ডীগড় অধিনায়ক মনন। তবে দল জিততে না পারায় ব্যর্থ হয় তাঁর ব্যাক্তিগত ইনিংসগুলি।
# মনন এলিট-ডি গ্রুপে কಞেরলের বিরুদ্ধ𓃲ে প্রথম ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৫৬ রান করেন। চণ্ডীগড় ৬ উইকেটে পরাজিত হয় ম্যাচে।
# উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খাতা খুলতে পারেননি ভো🍸রা। চণ্ডিগড় ৩ উইকেটে হেরে বসে ম্যাচ।
# ছত্তিশগড়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে💦 ৯টি বাউন্ডারির সাহায্যে ৯৫ বলে ৭৭ র♍ান করেন মনন। চণ্ডীগড়কে ম্যাচ হারতে হয় ৪৪ রানের ব্যবধানে।
# মধ্যপ্রদেশের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১০৫ রানের অধিনায়কোচিত ইনি♉ংস খেলেন ভোরা। যদিও চণ্ডীগড় ম্যাচ হারে ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে।
# মহারাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে মনন ভোরা ১৩ট🙈ি চার ও ২টি ছক্কার সাহায্য🍨ে ১৩৯ বলে ১৪১ রানের দুরন্ত ইনিংস খেলেন। দুর্ভাগ্যের বিষয় যে, চণ্ডীগড় এই ম্যাচটিও হারে ৫ উইকেটে।
সব মিলিয়ে ৫ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৭৫.৮০ গড়ে ৩৭৯ রান সংগ্রহ করেন মনন। লিগ পর্বের শেষে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রা✃ন সংগ্রহকারী। তবে চণ্ডীগড় পাঁচটি ম্যাচ হেরে গ্রুপের একেবারে শেষে থেকে বিদায় নেয় বিজয় হাজারে ট্রফি থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।