শুভব্রত মুখার্জি: প্রিমিয়র লিগে দুরন্ত ফর্মে ধরা দিল ম্যাঞ্চেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মাঠে নামার আগেই শনিবাসরীয় রাতে ওয়াটফোর্ডকে বড় ব্যবধানে চূর্ণ করল ম্যাঞ্চেস্টার স꧟িটি। তার ক্যারিয়ারের অন্যতম সেরা বিকাল কাটালেন গাব্রিয়েল জেসুস! প্লেসিং শটে, হেড, স্পট কিকে করলেন একের পর এক গোল। নিজে তো গোল করলেন পাশাপাশি সতী♋র্থের গোলেও রাখলেন অবদান। প্রিমিয়র লিগে প্রথম হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওয়াটফোর্ডকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটিও।নিজেদের মাঠে শনিবার ৫-১ গোলে জয় তুলে নিল সিটি। তার মধ্যে চারটি গোল জেসুসের, অপর গোলটি রদ্রির। ওয়াটফোর্ডের হয়ে ব্যবধান কমিয়ে একমাত্র গোলটি করেন হাসান কামারা।
প্রসঙ্গত এই জয়ের ফলে লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার দল। আপাতত ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট রয়েছে তাদের। লিভারপুল অবশ্য কম খেলেছে একটি ম্যাচ। বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল গ্যাব্রিয়েল জেসুসকে ছেড়ে দেবে সিটি। গুঞ্জনের এই পরিবেশেই অসাধারণ এঅ ম্যাচ খেললেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ম্যাচে হেরে ২২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে থাকল ওয়াটফোর্ড। ইতিহাদে ম্যাচের চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় সিটি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ফের স্কোরশিটে নিজের নাম তোলেন জেসুস। ২৮ মিনিটে একটি গোল শোধ করে দেয় ওয়াটফোর্ড। বাঁ পায়ের দুরন্ত গতির শটে বল জালে জড়ান হাসান কামারা। ৩৪ মিনিটে ব্য♔বধান ৩-১ করে স☂িটি। এবার গোল করেন রদ্রি।
প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূরণ করেন জেসুস। ৪৯ মিনিট🅷ে পেনাল্টি থেকে গোল করে সিটির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেন এই ব্রাজিলিয়ান। ৫৩ মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন জেসুস। চলতি মরশুমে জেসুসই একমাত্র ফুটবলার যিনি লিগে এক ম্যাচে চার গোল করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।