অক্টোবরে অনুষ্ঠিত হবে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনাল। রিদম সাঙ্গওয়ান ভারতের হয়ে একমাত্র শুটার হিসাবে সেখানে দুটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর কারণ হল জোড়া অলিম্পিক্স পদকজয়ী মনু ভাকের প্যারিস অলিম্পিক্সে পারফরম্যান্সের পর ৩ মাসের বিরতি নিয়েছেন। সেই অনুযায়ী এই টুর্নামেন্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ত🐓াঁকে।
ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (NRAI) বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ১৩ থেকে ১৮ অক্টোবর ডঃ কার্নি সিং শুটিং রেঞ্জে রাইফেল, পিস্তল এবং শটগান বিভাগ মিলিয়꧂ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
স্কোয়াডে প্যারিস অলিম্পিক্স দলের ৯ জন সꦐদস্য রয়েছেন, যার মধ্যে ৩ জন ব্রোঞ্জ পদকজয়ী রয়েছেন। এই টুর্নামেন্টে মোট ১১ জন ভারতীয় অলিম্পিয়ান ১২টি স্বতন্ত্র অলিম্পিক্স ইভেন্টে বিশ্বের সেরা শুটারদের সঙ্গে লড়াই করবেন বছরের সেরা শুটারের খ♒েতাব জিতে নেওয়ার জন্য।
২২ বছর বয়সী ভাকের প্যারিসে ভারতের হয়ে ইতিহাস রচনা করেন। তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। ভাꦜরতীয় শুটাররা প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স উপহা🦄র দিয়েছেন। NRAI-এর মহাসচিব সুলতান সিং বলেন, ‘আমাদের আইএসএসএফের জন্য একটি শক্তিশালী দল তৈরী করা হয়েছে এবং প্রত্যেকেই নিজেদের পারফরম্যান্স দিয়ে আগেই যোগ্যতা প্রমাণিত করেছেন। প্যারিসে অসাধারণ পারফরম্যান্সের পর এই বিভাগ থেকে সবার প্রত্যাশা অনেক বেশি’।
চার শ্যুটার দিব্যাংশ সিং পানওয়ার (পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল), সোনম উত্তম মাসকার (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল), রিদম (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ২৫ মিটার পিꦫস্তল) এবং গণমত শেখন (মহিলাদের স্কিট) সরাসরি আইএসএসএফ-এর জন্য নির্বাচিত হয়েছেন। বাকি সদস্যদের তাঁদের অলিম্পিক্স ট্রায়াল র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাছাই করা হয়েছে।
NRAI-এর তরফে যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেখানে এয়ার রাইফেলের পুরুষ বিভাগে রয়েছেন দিব্যাংশ সিং পানওয়ার, অর্জুন বাবুতা। এয়ার রাইফেল মহিলা বিভাগে রয়েছেন স😼োনম উত্তম মাসকার, তিলোত্তমা সেন। ৫০ মিটার রাইফেল থ্রিপি পুরুষ বিভাগে রয়েছেন চেইন সিং, অখিল শেওরান এবং ৫০ মিটার রাইফেল থ্রিপি মহিলা বিভাগে রয়েছেন আশꦬি চৌকসে ও নিশচল।
এয়ার পিস্তল পুরুষ বিভাগে নাম আছে অর্জুন সিং চিমা ও বরুণ সিং-এর। এয়ার পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সুরভী রাও-এর। ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলের পুরুষ বিভাগে নাম রয়েছে অনীশ, বিজয়বীর সিধুর। ২৫ মিটার স্পোর্টস পিস্তলের মহিলা বিভাগে নাম রয়েছে রিদম সাংওয়ান, সিমরনপ্রীত কৌর ব্রার-এর। ট্র্যাপ পুরুষ বিভাগে নাম রয়েছে বিভান কাপুর, ভৌনিশ মেন্দিরাত্তার এবং ট্র্যাপ মহিলা বিভাগে নাম রয়েছে রাজেশ্বরী সিಞং কুমারী, শ্রেষ্ট কুমারীর। স্কিট পুরুষ বিভাগে নাম রয়েছে অনন্তজিৎ সিং নারুকা, মাইরাজ আহমেদ খানের এবং স্কিট মহিলা বিভাগে নাম রয়েছে গণমত শেখন, মহেশ্বরী চৌহানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।