তামিম ইকবাল অবসর ভেঙে ফেরায় কি রাতারাতি বাংলাদেশের ‘নায়ক’ হয়ে উঠলেন মাশরাফি বিন মোর্তাজা? তেমনই মনে করছেন বাংলাদেশের নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, ক্রিকেটপ্রেমী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশে’ তামিম অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও পুরোটার নেপথ্যে বড় অবদান আছে মাশরাফির। কারণ একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেꦆশের প্রাক্তন অধিনায়ক মাশরাফির মাধ্যমেই তামিমের সঙ্গে যোগাযোগ করেন হাসিনা। বাংলাদেশের বাঁ-হাতি তারকাকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান। যে মাশরাফি বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদকও।
বৃহস্পতিবার দুপুরে তামিম অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত পোস𒁃্ট করেছিলেন মাশরাফি। ব্যক্তিগতভাবে তামিমকে কিছু বলেছিলেন কিনা, তা স্পষ্ট না হলেও শুক্রবার বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যে অবসর প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফির বড় অবদান আছে বলে মত সংশ🌌্লিষ্ট মহলের। বাংলাদেশের একাধিক ক্রীড়া সাংবাদিকও সেটাই বলেছেন। প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক আপুন তারিক যেমন নিজের ফেসবুক পোস্টে বলেছেন, 'আসল কাজটা কিন্তু করলেন মাশরাফি, সঙ্গে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী!'
আরও পড়ুন: BAN vs SA: দক্ষিণ আফ্রিকার ১৪৫ রানের জবাবে ১৫২ তু🦋লেও ওয়ান ডে ম্যাচ♍ হারল বাংলাদেশ
মাশরাফিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরাও। প্রধানমন্ত্রী হাসিনার বাসভবনে তামিমদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেন মাশরাফি, সেই ফেসবুক পোস্টের নীচে এক নেটিজেন বলেন,'অলটাইম হিরো অফ বাংলাদেশ ক্রিকেট, লেজেন্ড ক্যাপ্টেন মাননীয় সংসদ সদস্য মাশরাফি মোর্তাজা। আপনি বাংলাদেশ ক্রিকেটের আদর্শ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের ক্রিকেট ভক্তগণ কৃতজ্ঞ।' অপর একজন আবার লেখেন, ‘ফিরে আসার জন্য ধন্🌠যবাদ তামিমকে। বিশ্বকাপে তাকে খুবই প্রয়োজন। আপনাকেও ধন্যবাদ ভাই (মাশরাফি)।’
অপর এক নেটিজেন বলেন, ‘আপনি ভাই আসলেই একজন লিডার, আপনার মতো ক্যাপ্টেন আর কেউ হতে পারেনি। আপনি যেভাবে সবাইকে ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন, এই সময়ের ক্যাপ্টেনদের মধ্যে এরকমটা নাই, শুধু হিংসা। আপনাকে ধন্যবাদ।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘ওয়েলকাম ব্যাক খান সাহেব। আপনাকে ভালোবাসি ম্যাশ (মাশরাফি)। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’ অপর একজন বলেন, ‘ভাই আপনাকে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তখন প্লেয়ারদের কদর বাড়বে। আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলার 𝄹ক্রিকেট।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।