সমগ্র দেশে করোনা আতঙ্ক থাবা বসিয়েছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে সর্বাধিক ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির মধ্যে অন্যতম মহারাষ্ট্র। সেই কথা মাথায় রেখেই এ মরশুমের টি-২০ মুম্বই লিগ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট সংস্💞থা (এমস♕িএ)।
মাত্র কয়েকদিন আগেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হয়েছে আইপিএল। করোনা সঙ্কটকালে আইপিএল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ꦏঢেউ বয়ে গেছে। ওয়াংখেড়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দার🤪া আইপিএল আয়োজনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিলেও কাজ হয়নি। তবে এ বার বাড়তি আতঙ্কের আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের অনুমতি থাকা সত্ত্বেও স্থগিত হল মুম্বইয়ের ঘরোয়া লিগ।
এমসিএ সভাপতি বিজয় পাটিল এবং চেয়ারম্যান মিলিন্দ নারভেকর এক যৌথ 🥂বিবৃতিতে জানান, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্টেকহোল্ডারদের সুরক্ষার কথা মাথায় রেখে, মুম্বই ক্রিকেট সংস্থা তৃতীয় দফার টি-২০ মুম্বই লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত ಌনিয়েছে।’
প্রথমে জুনের চার তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে মত পরিবর্তন করে এমসিএ। নারভেকর দা হিন্দুকে জানা🐼ন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা মুম্বই ক্রিকেটের সাথে জড়িত কোন ব্যক্তির জীবন নিয়ে ঝুঁকি নিতে চাই না। আমরা আশা করছি ক্রিকেট, বিশেষত টি-২০ লিগ আমরা শীঘ্🔥রই আবার শুরু করতে পারব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।