২০২১-২২ মরশুমে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মহামে🍨ডান স্পোর্টিংকে। তবে এবার ২০২৩-২৪ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মহামেডান স্পোর্টিং। আর মাত্র ১ পয়েন্ট পেলেই প্রথমবার ঐতিহ্যশালী আই লিগ ট্রফি ঢুকবে মহামেডান তাঁবুতে। সেক্ষেত্রে ৪ বছর পরে ফের আই লিগ ট্রফি আসবে কলকতা ময়দানে।
উল্লেখযোগ্য বিষয় হল, মহামেডন যদি এবার আই লিগ চജ্যাম্পিয়ন হয়, তবে তারা পরের মরশুমে আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে যাবে। যার অর্থ, পরের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে দেখা যাবে কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান, 🉐ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংকে।
আই লিগ চ্যাম্পিয়ন হতে মহামেডানের দরকার ১টি ড্র:-
চলতি আই লিগের ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট রয়েছে মহামেডান স্পোর্টিংয়ের দখলে। তাদের বাকি রয়েছে ২টি ম্যাচ। মহামেডান লিগ টেবিলে♐র এক নম্বরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিদি ডেকান। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। তিন নম্বরে থাকা র✱িয়াল কাশ্মীর ২২ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।
সুতরাং, কাশ্মীর তাদে✨র শেষ ২টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করলেও মহামেডানকে ছুঁতে পারবে না। একমাত্র শ্রীনিদি যদি তাদের শেষ ২টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট পকেটে পোরে, তবে তারা ৫০ পয়েন্টে পৌঁছতে পারে। অন্যদিকে মহামেডান তাদের শেষ ২টি ম্যাচ হারলে ৪৯ পয়েন্টেই আটকে থাকবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে পারে শ্রীনিদি।
আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, ছবি, ওয়েবস্টোরি, লাইভ স্কোর আপডেটে 🥂চোখ রাখতে ক্লিক করুন এখানে
তবে মহামেডান তাদের শেষ ২টি ꩲম্যাচের অন্তত ১টি ড্র করলেই ৫০ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে শ্রীনিদির সঙ্গে হেড-টু-হেড রেকর্ডের নির🅘িখে চ্যাম্পিয়ন হবে মহামেডান। কেননা শ্রীনিদির বিরুদ্ধে ১টি ম্যাচ জিতেছে মহামেডান এবং ফিরতি ম্যাচ ড্র করেছে। মহামেডান যদি তাদের শেষ ২টি ম্যাচের অন্তত ১টিতে জয় তুলে নেয়, তবে কোনওভাবেই তাদের পয়েন্টের নিরিখেও ছুঁতে পারবে না আর কোনও দল।
শনিবারই আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে মহামেডান:-
বৃহস্পতিবারই মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হতে পারত, যদি শ্রীনিদি তাদের ২২তম লিগ ম্যাচে নেরোকার কাছে হেরে যেত। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াত ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট। ফলে শেষ ২ ম্যাচ জিতেও ৪৯ পয়েন্টের বেশি এগোনোর সম্ভাবনা থাকত না তাদের। ইতিমধ্যেই ৪৯ পয়েন্টে দাঁড়িয়ে থাকা সাদা-কালো ব্রিগেড সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে♌ যেত তক্ষুণি। তবে শ্রীনিদি বনাম নেরোকা ম্যাচে ১-১ ড্র হওয়ায় মহামেডানকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:- IPL-এর ১৭ ইনিংসে ভ🍸ারতীয়দের মধ্যে সব থেকে বেশি রান, রুতুর রেকর্ড ভাঙলেন সুদর্শন
মহামেডান শনিবার তাদের ২৩তম লিগ ম্যাচে মাঠে𝔉 নামছে শিলং লাজংয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মহামেডান স্পোর্টিং। দিল্লির বিরুদ্ধে মহামেডান তাদের 🦩শেষ ম্যাচ খেলবে ১৩ এপ্রিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।