হতে পারে ফাইনালে যতটুকু খেলা সম্ভব হয়, তাতে এ🍃কতরফা দাপট দেখায় রত্নাগিরি জেটস। হতে পারে কেদার যাদবের কোলাপুর টাস্কার্সকে রীতিমতো কোণঠাসা দেখায় খেতাবি লড়াইয়ে। তবে তাই বলে ক্রিকেটের ময়দানে আগেভাগে কোনও দলকে লড়াই থেকে একেবারে ছিটকে দেওয়া যায় না। বিশেষ ক꧋রে কোনও টি-২০ লিগের ফাইনালে যুযুধান দু'দলকে পাশাপাশি রাখলে সামান শক্তিশালী দেখানোই স্বাভাবিক।
তাই বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ব্যাটিং ভরাডুবির মুখে পড়লেও কেদাররা এক্ষেত্রে ভাগ্যের হাতে মার খেলেন বলা যায়। কেননা দ্বিতীয়বারের প্রচেষ্টাতেও নির্বিঘ্নে মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ফাইনাল শেষ করা সম্ভব হয়নি। মাঝপথেই খেলা ভেস্তে যাওয়ায় লিগ টপার রত্নাগিরি জেটসের হাতে তুলে দেওয়া 🅷হয় চ্যাম্পিয়নের ট্রফি।
প্রাথমিকভাবে ২৯ জুন এমপিএল ২০২৩-এর ফাইনালে মাঠে নামার কথা ছিল রত্নাগিরি জেটস ও কোলাপুর টাস্কার্সের। তবে বৃষ্টির জন্য ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। যদিও শুক্রবার রিজার্ভ ডে-তেও ম্যাচের গতিতে বাধ সাধে প্রকৃতি। টস হেরে শুরুতে ব্যাট করতে নামা কোলাপুর ইনিংসে ১৬ ওভার খেলা হওয়ার পরে বৃষ্টিত বন্ধ হয়ে যায় ম্যাচ। নির্ধারিত সময়ের মধ্যে বৃষ্টি না থামায় পুনরায় খেলা শুরু করা সম্ভব হয়নি। অগত্যা নিয়ম অনুযায়ী লিগ টেবিলের এক নম্বর দল রত্নাগিরির হাতে ওঠে খেতღাব।
ফাইনালে যে ১৬ ওভার খেলা হয়, তাতে কোলাপুর ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান সংগ্রহ করে। কেদার যাদব দলে🌳র হয়ে সব থেকে বেশি ৩০ রান সংগ্রহ করেন। ২৮ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া নৌশাদ শেখ ১২ ও তরনজিৎ সিং অপরাজিত ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অঙ্কিত বাউনি ১, সাহিল ৭, অক্ষয় দারেকর ৪, নিখিল মাদাস ৮, মনোজ যাদব ২ ও ক🐼ীর্তিরাজ ওয়াদেকর অপরাজিত ১ রান করেন।
রত্নাগিরির হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন প্রদীপ দাধে। ২টি করে 🃏উইౠকেট দখল করেন কুণাল ও নিকিত। ১টি উইকেট সংগ্রহ করেন বিজয়।
উল্লেখ্য, রত্নাগিরি লিগের ৫ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে থাকে। কো💧লাপুরও ৫ ম্যাচে ৮ পয়েন্ট ঘরে তোলে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠেন কেদার যাদবরা। সুতরাং, চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে নেট রান-রেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলা চলে। কেননা, কো🦂লাপুরের নেট রান-রেট বেশি হলে তারা লিগ টেবিলের এক নম্বরে থাকত। সেক্ষেত্রে ফাইনাল ভেস্তে যাওয়ায় চ্যাম্পিয়ন হতেন কেদাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।