একদিনের ম্যাচ হোক বা টি-টোয়েন্টি - ভারতের সাত নম্বর জার্সি ভাবলেই রাঁচির এক ভদ্রলোকের কথাই মাথায় আসে। এবার মহেন্দ্র সিং ধোনির সেই সাত নম্বর জার্সির ‘অবসর’-এর꧒ দাবি তুললেন দীনেশ কার্তিক।
রবিবার টু🗹ইটারে ধোনির সঙ্গে একটি ছবি টুইট করে ডিকে বলেন, ‘(২০১৯) বিশ্বকাপের পর এটা আমাদের তোলা শেষ ছবি। এই যাত্রায় অসংখ্য দুর্দান্ত স্মৃতি এসেছে। আমার আশা, সাদা বলের ক্রিকেটে সাত নম্বর জার্সি তুলে রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা। আমি নিশ্চিত, সেখানেও আমাদের জন্য তোমার কাছে অনেক চমক তোলা আছে।’
ধোনি অনুরাগীরা দীর্ঘদিন ধরেই সাত নম্বর জার্সির ‘অবসর’-এর দাবি তুলে আসছেন। ಞপ্রাক্তন ভারত অধিনায়কের অবসরের পর পুরুষ দলের খেলোয়াড়দের মধ্যে প্রথম সেই দাবির স্বপক্ষে মুখ খুলেছেন কার্তিক। ভারতীয় বোর্ডের অ্যাপেক্স কাউন্স🌳িলের সদস্য এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক শান্তা রঙ্গস্বামীও মনে করেন, ধোনি সেই সম্মানের যোগ্য।
সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমি খুশি যে ও অবসর নিয়েছে, যখন মানুষ বলছে কেন এবং কেন নয়। খেলোয়াড় এবং অধিনা⭕য়ক হিসেবে ওর অবদান অসামান্য। তা বিবেচনা করে (সাত নম্বর) জার্সি তুলে রাখা হবে ওর❀ প্রতি যোগ্য সম্মান। নিশ্চিতভাবে ওর প্রাপ্য এটা।’
ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মিতালি রাজেরও মতে, ধোনি সাত নম্বর জার্সিকে অমর করে তুলেছেন। রবিবার একটি টুইটবার্তায় বলেন, ‘যে মানুষটা সাত নম্বর জার্সিটা অমর করে তুলেছেন, যাঁর তুখোড় মস্তিষ্ক এবং ঠান্ডা মাথা ক্যাপ্টেন কুলের 💝তকমা দিয়েছে, যে মানুষটা দুটি বিশ্বকাপের মাধ্যমে ১০০ কোটি মানুষের স্বপ্নপূরণ করেছেন এব🐬ং যিনি নিজের চিরাচরিত স্টাইলে বিদায় নিয়েছেন। দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন মহেন্দ্র সিং ধোনি। #থালা।’
এর আগে, ভারতের ক্রিকেট ইতিহাসে একমাত্র সচিনের ১০ নম্বর জার্সি পাকাপাকিভাবে তুলে রাখা হয়েছে। ২০১৭ সালে শ্রীলঙ্কা সিরিজে শার্দুল ঠাকুর ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছিলেন। ত𒈔া নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন সচিন ভক্তরা। খোঁচা দিয়েছিলেন রোহিত শর্মা। রোষের মুখে পড়ে বিসিসিআই সিদ্ধান্ত নেয়, সচিনের ১০ নম্বর জার্সি আর কেউ ব্যবহার করবেন না। উল্লেখ্য, জার্সি তুলে রাখা নিয়ে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি) কোনও হস্তক্ষেপ করে না। বরং সংশ্লিষ্ট দেশের বোর্ডের উপর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।