কেউই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে অবসর ঘোষণা করেননি। বরং আগেভাগে ছক কষেই অবসরের কথা জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। সেই রহস্য ফাঁস করলেন খোদ বাঁ-হাতি ব্যাটসম্যান।
একটি সংবাদমাধ্যমে রায়না বলেন, ‘আমরা ১৫ অগস্ট (শনিবার) অবসর ঘোষণা করব বলে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। ধোনির জার🅺্সি নম্বর সাত এবং আমার তিন। দু'জনের মিলিয়ে হয় ৭৩ এবং ১৫ অগস্ট ভারত ౠস্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করল। তাই এর থেকে ভালো দিন হতে পারত না।’
গত শনিবার (১৫ অগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন ধোনি। তার মিনিট ৩০ পরেই রায়নাও জানান, নিজের ‘মেন্টর’-এর পথে হে🌱ঁটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। সেই সময় ক্রিকেট মহলের ধারণা ছিল, ෴ভেবেচিন্তেই অবসর নিয়েছেন ধোনি। কিন্তু ‘দাদা’-র ঘোষণার পর আবেগে বিহ্বল হয়ে রায়না অবসর ঘোষণা করেছেন। রবিবার সেই ধারণা আরও মজবুত হয়, যখন অবসর গ্রহণ নিয়ে রায়না বিবৃতি জারি করেন এবং একটি ভিডিয়ো পোস্ট করেন।
শেষপর্যন্ত অবশ্য অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা ফাঁস করলেন রায়না। আর বুঝিয়ে দিলেন, নিজের ‘মেন্টর’ যেমন ‘মাহি ওয়ে’-তে চলেন, রায়নাও এবার 'র🍸ায়না ওয়ে💞'-তে পথ চলা শুরু করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।