এবছর জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে আফগান ক্রিকেটারদের একতরফা দাপট দেখা যায়। ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স উপহার দেন রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জ🐓াজাই, মহম্মদ নবিরা। মোট🦩 ৭ জন আফগান ক্রিকেটার টুর্নামেন্টে মাঠে নামেন। একমাত্র মুজিব উর রহমানকে কিছুটা রংচটা দেখায়।
পিছিয়ে থাকেননি বাংলাদেশের ক্রিকেটাররাও। বাংলাদেশের মোটে দু'জন ক্রিকেটার টুর্নামেন্টে মাঠে নামেন। ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়েন দু'জনেই। মুশফিকুর রহিমের পারফর্ম্যান্স প্রভাবশালী হলেও ইউসুফ পাঠান-মহম্মদ হাফিজদের জৌলুসের আড়ালে ঢাকা পড়ে যান তিনি। তবে তাসকিন আলাদা করে স্পটলাইট কেড়ে নেন টুর্নামেন্টে। তাসকিনের এমন পারফর্ম্যান্স ভবিষ্যতﷺে অন্যান্য ঘরোয়া লিগগুলির ফ্র্যাঞ্চাইদের তাঁর প্রতি আকৃষ্ট করতে পারে।
আপাতত দেখে নেওয়া যাক জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগের উদ্বোধনী মরশুমে আফগানিস্তান ও বাংলাদেশের ক্রꦐিকেটাররা কেমন𒀰 পারফর্ম্যান্স উপহার দিলেন।
জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে বাংলাদেশের ক্রিকেটারদের পারফর্ম্যান্স:-
তাসকিন আহমেদ: বুলাওয়ে ব্রেভসের হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১১টি ♍উইকেট নিয়েছেন তাসকিন। সেরা বোলিং পারফর্ম্যান্স⭕ ১১ রানে ৩ উইকেট।
মুশফিকুর রহিম: জোহানেসবার্গ বাফেলোজের হয়ে ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১২৬ রান সংগ্রহ করেন মুশফিকুর। উইকেটের পিছন🌌ে ক্যাচ ধরেন ৪টি এবং স্টাম্প আউট করেন ১টি।
জিম্বাবোয়ে আফ্রো টি-১০ লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের পারফর্ম্যান্স:-
রহমানউল্লাহ গুরবাজ: কেপ টাউন স্যাম্প আর🧸্মির হয়ে ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের সব থেকে বেশি ২৮২ রান সংগ্রহ করেছেন রহমানউল্লাহ। হাফ-সেঞ্চুর꧂ি করেছেন ২টি।
করিম জানাত: কেপ টাউন স্যাম্প আর্মির হয়ে ৯ ম্যাচের ৮টি ইনিংসে ব্যাট 🐽করতে নেমে ১৫২ রান করেন করিম। সেই সঙ্গে ৫টি উইকেট নিয়েছেন তিনি।
মুজিব উর রহমান: কেপ টাউন স্যাম্প আর্মির হয়ে ৮ ম্যাচে মাঠে নেমে ৪টি উইকেট ꦰনিয়েছেন মুজিব।
হজরতউল্লাহ জাজাই: ডারবান কালান্দার্সের হয়ে ১০টি🌄 ইনিংসে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৭০ রান সংগ্রহ করেন হজরতউল্লাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।