শুভব্রত মুখার্জি
সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিক গেমসে জ্যাভলিন থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন ২৩ বছর বয়সী নীরজ চোপড়া। উল্লেখ্য, অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে এটিই স্বাধীন ভারতের প্রথম প💖দক। আর সেই সাফল্যকেই সম্মান জানিয়ে এবার ভারতের পুণে ক্যান্টনমেন্টের স্পোর্টস স্টেডিয়ামের🌜 নাম রাখা হবে নীরজ চোপড়ার নামে।
কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আর্মির স্পোর্টস স্টেডিয়ামের নাম রাখা হবে নীরজ চোপড়ার নামে। অগস্টের ২৩ তারিখ নামকরণ হবে 'নীরজ চোপড়া স্পোর্টস স্টেডিয়াম,পুনে ক্যান্টনমেন্ট'। সেইদিন ভারতীয় 🌳আর্মির ১৬ জন সদস্য যারা অꦬলিম্পিকে অংশ নিয়েছিলেন, তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে।
২৩ শে অগস্ট কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পুণের আর্মি স্পোর্টস স্টেডিয়ামের নাম নীরজ চোপড়ার নামে করার পাশাপাশি এদিন ১৬ জন অলিম্পিয়ানকেও সম্মান জানানো হবে। উল্লেখ্য, ২০১৬ সালে স্পোর্টস কোটায় নীরজ চোপড়াকে সুবেদার পদে ভারতীয় আর্মিতে নিয়োগ করা হয়েছিল। আর্মি স্পোর্টস ইনস্টিটিউট থেকেই নীরজ তাঁর কেরিয়ারের বেশিরভাগ অনুশীলন নিয়েছেন। উল্লেখ্য, ২০০১ সালে এই আর্মি ꧒স্পোর্টস ইনস্টিটিউটের সূচনা হয়েছিল। এখানে আর্চারি, বক্সিং, অ্যাথলেটিক্স, ডাইভিং, ফেন্সিং, ভ🔴ারোত্তোলন এবং কুস্তির ট্রেনিং প্রদান করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।