কমনওয়েলথ গেমসে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন 🌞ভারতীয় কুস্তিগীর দিল্লির দিব্যা কাকরান। এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে তিনি বিশেষ অনুরোধ করেছেন। আসলে দিব্যা কাকরান গত ২০ বছর ধরে দিল্লিতে বসবাস করছেন, কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাননি তিনি।
এদিকে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জেতার জন্য দিব্যা কাকরানকে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিনন্দনের টুইটে দিব্যা কাকরান নিজের ব্যথার কথা জানিয়েছিলেন। আবেগঘন𝔍 টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে অনুরোধ করেছেন দিব্যা। এই টুইটে নিজের ব্যথার কথা জানিয়েছেন ভারতীয় কুস্তিগীর।
আরও পড়ুন… ভিডিয়ো: 🗹পাকিস্তানকে হারাতে তৈরি রোহিতের টিম ইন্ডিয়া! বাবরদের বার্তা দিলেন হিটম্যান
দিব্যা কাকরান বলেন,‘আমি পদক পাওয়ার পরে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনার কাছে একটি অনুরোধ করছি, যে আমি গত ২০বছর ধরে দিল্লিতে বসব🦋াস করছি। আর এখানে আমি আমার খেলার কুস্তির অনুশীলন করছি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাকে কোনও পুরস্কার দেওয়া হয়নি। এমনকি কোনও আর্থিক পুরস্কার বা সাহায্যও দেওয়া হয়নি।’
দিব্যা কাকরান আরও লিখেছেন,‘আপনি যেভাবে অন্যান্য খেলোয়াড়দের সম্মানিত করেন, এমন কি দিল্𝕴লির হয়ে অন্য কোনও রাজ্য থেকে খেলা ক্রীড়াবীদদের যেমনটা করে থাকেন, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমাকেও সেভাবে সম্মানিত করুন।’ তিনি আরও বলেন,‘মনে হচ্ছে সময়ের পুনরাবৃত্তি হয়েছে। মনে হচ্ছে সবকিছু আগের মতই রয়েছে। আমার জন্য না অতীতে কিছু করা হয়েছিল না এখন কিছু করা হয়েছে।’
আরও পড়ুন… সিরিজ জিতে গাড়িতে রোহিতদের মাঠ পরিদর্শন, ফিরে এল ♚নব্বইয়ের পরিচিত ছবি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।