নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড এক যুগান্তকারী সিদ্෴ধান্ত নিয়েছে। কিউয়ি মহিলা ক্রিকেটাররা এ বার ছেলেদের সমান ম্যাচ ফি পাবে। সম্প্রতি নতুন পাঁচ বছরের চুক্তি হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট, ৬টি গুরুত্বপূ🅺র্ণ অ্যাসোসিয়েশন এবং নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে। এর অর্থ হল, আন্তর্জাতিক এবং ঘরোয়া স্তরে মহিলা ক্রিকেটারদের যথেষ্ট বেতন বৃদ্ধি হতে চলেছে।
পুরুষ ও মহিলাদের পেশাদার ক্রিক🎀েটকে একটি মাস্টার চুক্তির অধীনে একত্রিত করা হল এই প্রথম বারের মতো। এই চুক্তিটি কার্যকর হবে ১ অগস্ট থেকে।
নিউজিল্যান্ড ক্রিকেটারদের ম্যাচ-ফি ব্রেকডাউন:
টেস্ট: ১০, ২৫০ ডলার. টি-টোয়েন্টি: ২, ৫০✃০ ডলার, প্লাঙ্কেট শিল্ড: ১,৭৫০ ডলার, ফোর্ড ট্রফি/হ্যালিবার্টন জনস🍒্টোন শিল্ড: ৮০০ ডলার, সুপার স্ম্যাশ: ৫৭৫ ডলার
এ দিকে, ভারতে পুরুষ ও মܫহিলা ক্রিকেটারদের বেতনের ব্যবধান অনেক বেশি। একটি ক্যাটাগরি এ-প্ল✨াস চুক্তি সহ একজন পুরুষ ক্রিকেটার ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকা আয় করেন, যেখানে মহিলারা পান মাত্র ৫০ লাখ টাকা।
২০২১-২২-এর জন্য ভারতীয♏় মহিলা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি
মহিলাদের চুক্তি ২০২ꦡ১-২২: ক্যাটাগরি এ (৫০ লাখ টাকা), ক্যাটাগর⛎ি বি (৩০ লাখ টাকা) এবং ক্যাটাগরি সি (১০ লাখ টাকা)।
আরও পড়ুন: ভাঙা গেল না রুটের প্রতিরোধ, বেয়ারস্টো🔜র আগ্রাসনে চুনকাম হতে হল কিউয়িদের
আরও পড়ুন: দু'পায়ের মাঝে ক্যাচ ধরে ব্যাটারকে ফের🍨ালেন বিলিংস, হেসে গড়াচ্ছে নেটপাড়া-🥂 ভিডিয়ো
নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন বলেছেন, ‘আন্তর্জাতিক এবং ঘরোয়া মহিল🌼া🧸 খেলোয়াড়দের জন্য পুরুষদের মতো একই চুক্তিতে স্বীকৃতি পাওয়া খুবই ভালো। এটি একটি বিশাল পদক্ষেপ এবং তরুণ মহিলা প্লেয়ারদের জন্য একটি বড় বিষয় হবে।’
নিউজিল্যান্ডের প্রধা♎ন নির্বাহী ডেভিড হোয়াইট বলছেন, ‘আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই খেলোয়াড়দের এবং প্রধান অ্যাসোসিয়েশনগুলিকে, এমন একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে করতে তাদের ভূমিকার জন্য। এটি আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি, কারণ এটি এনজেডসি, মেজর অ্যাসোসিয়েশন এবং আমাদের খেলোয়াড়দের বেধে রাখবে। এটি ক্রিকেটের অর্থায়ন, ব꧋ৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।