শুভব্রত মুখার্জি: চলতি কমনওয়েলথ গেমসের মহিলাদের ক্রিকেটে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড দল। তৃতীয় স্থানের এই ম্যাচে নিউজিল্যান্ড দল ড্যানি ওয়ꦕাটদের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিল। আট উইকেটের বড় ব্যবহানে ক্যাথরিন ব্রান্টদের পর্যুদস্ত করল তারা। ভারতের কাছে টানটান উত্তেজনার সেমিফাইনালে হারের একদিন পরেই তৃতীয় স্থানের লড়াইয়ের এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেটারদের একেবারে বর্ণহীন 🎶মনে হয়েছে।
এদিন বার্মিংহামে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটারদের বেশ অসহায় লে✱গেছে কিউয়ি বোলারদের সামনে। নির্ধারিত ২০ ও👍ভারে তারা মাত্র ১১০ রান করতে সমর্থ হয়। হারাতে হয় ৯টি উইকেট। পাঁচ রানের মাথায় ওপেনার ড্যানি ওয়াট এবং ১০ রানের মাথায় অ্যালিস ক্যাপসিকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড দল। সেখান থেকে তারা আর কামব্যাক করতে পারেনি। তাদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ন্যাট স্কিভার। অ্যামি জোন্স করেন ২৬ রান। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হেইলি জেনসেন।
জয়ের জন্য ১১১ রান তাড়া করতে নেমে অধিনায়িকা সোফি ডিভাইনের ব্যাটিং নৈপুণ্যে ৮.১ ওভার বাকি থাকতে ম্যা💝চ জিতে যায় কিউয়িরা। নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক জয়। সুজি বেটসকে সঙ্গী করে প্রথম উইকেটে ৫৪ করেন ডিভাইন। সুফি বেটস আউট হন ২০ রান করে। সোফি ডিভাইন অপরাজিত থাকেন ৪০ বলে ৫১ রান করে। তাকে যোগ্য সঙ্গত দিয়ে ২১ রানে অপরাজিত থাকেন অ্যামেলি🌞য়া কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।