এক ওভারে সাতটি বল করলেন পাকিস্তানের নিদা দার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ওই সপ্তম বলে আবার চার মেরেছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। ফলে ম্যাচের ফয়সালা 🦩যদি একেবারে শেষে গিয়ে হত, তাহলে পুরো বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক হত, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। তারইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো পর্যায়ে আম্পায়াররা কীভাবে এরকম ভুল করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রবিবার কেপটাউনে ভারতের ইনিংসের সপ্তম ওভার বল করতে আসেন পাকিস্তানের নিদা। সেইসময় ক্রি🥃জে ছিলেন শেফালি বর্মা এবং জেমিমা। এমনিতে ঘটনাবিহীন ভাবেই প্রথম ছ'টি বল করেন নিদা। কিন্তু তারপর ওভার ঘোষণা করেননি আম্পায়ার। বরং সপ্তম বল করতে আসেন। সেই বলে আবার চার মেরে দেন জেমিমা।
- ৬.১ ওভার: এক রান নেন জেমিমা।
- ৬.২ ওভার: কোনও রান হয়নি।
- ৬.৩ ওভার: এক রান নেন শেফালি।
- ৬.৪ ওভার: এক রান নেন জেমিমা।
- ৬.৫ ওভার: দু'রান নেন শেফালি।
- ৬.৬ ওভার: এক রান নেন শেফালি।
- ৬.৭ ওভার: চার মারেন জেমিমা।
ওই বিষয়টি নিয়ে ধারাভাষ্যকাররাও মুখ খোলেন। তাঁরা বলতে থাকেন যে হঠাৎ করে সাতটি বলের ওভার করলেন নিদা। তবে কী কারণে নিদা সাতটি বল করেছেন, সেই ব্যাখ্যাও দিতে পারেননি। তারইমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাꩲল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায়। শাহারয়ার এয়াজ বলেন, 'মাঠে কী হয়েছে! সাত বলের ওভার করেဣছেন নিদা দার। একটি অতিরিক্ত বলে বাউন্ডারি হয়েছে। আম্পায়াররা ঘুমোচ্ছেন।'
আরও পড়ুন: IND vs PAK - T20 বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া ꦡকরে জয় ভারতের, লজ্জা আরও বাড়ল পাকিস্তানের
শেষপর্যন্ত অবশ্য ওই চার রানের কোনও পার্থক্য করে দেয়নি। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। পাকিস্তান দলের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। সেইসঙ্গে সাত উইকেটে জিতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু♔ করেন হরমনপ্রীত কৌররা। যাঁরা এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে খেলবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।