বক্সিংয়ে যেমন আশা করা হয়েছিল নীꦅতু গাঙ্গাস তেমনটা পূর্ণ করলেন। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে তেমনই সোনার পদক এনে দিলেন। মহিলাদের ৪৮ কেজি ওজন বিভাগে,তিনি ইংল্যান্ডের বক্সারকে পরাজিত করেছিলেন। ভারতীয় বক্সারের ঘুষির কোনও জবাব ছিল না ইংল্যান্ডের বক্সারের কাছে। তিন রাউন্ড ধরে চলা বক্সিংয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতেই ম্যাচের র🥀াশ রেখে দিয়েছিলেন।
ভারতের সাফল্যের ঝুলিতে আরও একটি সোনা এনে দিলেন। বিচারকরা তিন রাউন্ডেই ইংলিশ বক্সারের চেয়ে নীতুকে বেশি পয়েন্ট দিয়ে দিলেন।৪৮ কেজিতে সোনা জিতলেন নীতু গাঙ্গাস। সর্বসম্মতিক্রমে বিচারকরা বললেন নীতু জিতেছেন ইংল্যান্ডের ডেমি জেড রেজস্টানের বি🌞রুদ্ধে। রাফ ভাবে খেলার চেষ্টা করেছিলেন ডেমি কিন্তু নিজের স্বাভাবিক খেলার প্রদর্শন করে জিতলেন নীতু।
আরও পড়ুন… 🐼ভিডিয়ো: আমেরিকাতেও রোহিত শর্মার জনপ্রিয়তা আকাশ ছুঁꩲয়েছে! ভক্তদের ইচ্ছাপূরণ করলেন হিটম্যান
আরও পড়ুন… ভারত নাকি অস্ট্রেলিয়া! মহিলাদের ক্রিকেটে কে জিতবে সোনার পদক? কဣী বলছে ইতিহাস?
কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ১৪ তম সোনা জিতেছেন নীতু। ইংলিশ বক্সারের সাথে নীতুর লড়াই তিনটি রাউন্ডেই দু♔র্দান্ত হয়েছিল। দুজনের মধ্যে আগ্রাসন তখন চরমে। কিন্তু সেই আগ্রাসনের সঙ্গে জিততে যে সংযম𒐪 প্রয়োজন ছিল তা নীতুর খেলায় দেখা গিয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।