প্রথম ভারতীয় হিসেবে অ্যাথলেটিক্স থেকে অলিম্পিক্স সোনা জিতে ইতিহাস গড়ত𒈔ে পারেন নীরজ চোপড়া। টোকিওয় ছেল🎶েদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।
প্রথমত, টোকিওর কোয়ালিফিকেশন রাউন্ডে নী൲রজ দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন। প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ ম🌠িটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেন তিনি। কোয়ালিফিকেশনের দু'টি গ্রুপ মিলিয়ে ৩২ জন অ্যাথলিটের মধ্যে ১ নম্বরে থেকে ফাইনালে ওঠেন নীরজ।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ ꧙রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
দ্বিতীয়ত, ৬ জন প্রথম সারির জ্যাভেলিন থ্রোয়ার টোকিওর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এমন ৫ জন অ্যাথলিট ছিটকে গিয়েছেন ইভেন্ট থেকে, যাঁদের ব্য𝓀ক্তিগত সেরা পারফর্ম্যান্স নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্সের থেকে অনেক ভালো। সব মিলিয়ে এমন ৬ জন অ্যাথলিট ফাইনালের টিকিট হাতছাড়া করেছেন, যাঁদের সেরা পারফর্ম্যান্স নীরজের টোকিওর কোয়ালিফিকেশনের পারফর্ম্যান্সের থেকে ভালো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।