প্রথম থেকেই প্রত্যাশা ছিল। যোগ্যতা-অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই প্রত্যাশা কয়েকগুণ বেড়ে যায়। যদিও তিনি যে সোনা জিতবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না নীরজ চোপড়া। ঐতিহাসিক জয়ের পর এমনটাই জ🥀ানালে♉ন ভারতীয় তারকা।
(নীরজ 🧜চোপড়ার ঐতিহাসিক জয় নিয়ে যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন)
শনিবার জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের পর নীরজ বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। অ্যাথলেটিক্সে এই প্রথম ভারত সোনা জিতল। তাই আমার দারুণ লাগছে। অন্যান্য খেলাধুলোয় এবার (টোকিয়োয়) একটা সোনা এসেছে।’ সঙ্গে যোগ করেন, ‘দীর্ঘদিন পর এটা অলিম🍨্পিক্সে আমাদের প্রথম (সোনার) পদক। অ্যাথলেটিক্সে প্রথমবার আমরা সোনা জিতেছি। আমি এবং আমার দেশের জন্য গর্বের মুহূর্ত।’
দিনকয়েক য🌠োগ্যতা-অর্জন পর্বে শীর্ষে থেকে ফাইনালে ওঠার টিকিট পান নীরজ। শনিবার টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ৮৭ মিটারের গণ্ডি পেরিয়ে যান। ছোড়েন ৮৭.০৫ মিটার। দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়ে যান। সেইবার নীরজের বর্শা ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে। সেটাই যথেষ্ট ছিল। পরের চারটি থ্রো'তেও কেউ তাঁর ধারেকাছে আসতে পারেননি। এমনকী শেষ থ্রোয়ের আগেই নীরজের আগেই নীরজের সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল। যিনি প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ের নজির গড়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।