শুভব্রত মুখার্জি: অলিম্পিক্সের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বরাবর জামাইকার আধিপত্য দেখে এসেছে ক্রীড়াপ্রেমীরা। উসেইন বোল্টের সময় থেকে জামাইকান অ্যাথলিটরা কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন পুরুষ ও মহিলা ১০০,২০০,৪০০ মিটারের মতন শর্ট ডিসট্যান্স বিভাগগুলোতে। টোকিও অলিম্পিক্স ও তার ব্যতিক্রম নয়। তবে এবার ম🍷হিলাদের ১০০ মিটারে জামাইকান 'ঝড়ের' সাক্ষী থাকল গোটা বিশ্ব। সোনা, রুপো এবং ব্রোঞ্জ পদকের তিনটেই জিতলেন জামাইকান অ্যাথলিটরা। আবার গেমসের ইতিহাসে রেকর্ড করে সোনা জয় সম্পন্ন করলেন এলাইনে-থম্পসন-হেরাহ।
গেমসের ইতিহাসে এমন নজির খুব বিরল বললেই চলে যখন এক বিভাগে বিশেষ করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সবকটি পদক একটি রেসে একটি নির্দিষ্ট ꦑদেꦺশের কাছে গিয়েছে। ক্রীড়াপ্রেমীদের আশা ছিল স্বর্ণপদক পাবেন শেলি অ্যানফ্রেশার। তাকে অবশ্য রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে সোনা জিতেছেন তার স্বদেশীয় থম্পসন-হেরাহ।
এদিন ৩৩ বছরের পুরনো অলিম্পিক্সের রেকর্ড ভেঙে দিলেন থম্পসন। ১০.৬১ সেকন্ড সময়ে তিনি তার রেস শেষ করেন। তাཧর পিছনে থেকে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন শেলি অ্যানফ্রেশার,তৃতীয় স্থানে শেষ করেন জামাইকার শেরিকা জ্যাকসন। এদিন দৌড় শুরু হওয়ার পরে ৫০ মিটারের পর থেকে লিড নেওয়া শুরু করেন থম্পসন। তবে রুপো ও ব্রোঞ্জ জিততে শেলি ও জ্যাকসনকে মেরি-জোসে-লু'র সঙ্গে রীতিমতো লড়াই করতে হয়। ১৯৮৮ সালে এই বিভাগেই দ্রুততম সময়ে রেস শেষ করার নজির🐎 গড়েছিলেন ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। আজ সোনা জেতার পথে তার রেকর্ড ভেঙে দিলেন থম্পসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।