প্যারিস অলিম্পিক্স থেকে সোনার পদক জিতে দেশে ফিরলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয়ের মুখ দেখেছে পাকিস্তান। এই নিয়ে ব্যক্তিগত ইভেন্টে এটি পাকিস্তানের তৃতীয় পদক। এর আগে ১৯৬০ সালে কুস্তিতে মহম্মদ বশির এবং ১৯৮০ অলিম্পিক্স🎶ে বক্সিংয়ে হুসেন শাহ ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক জেতা ছিল অনেকটা আকাশ কুসুম ব্যাপার। সেই অসম্ভবকে সত্যি করে অলিম্পিক্সে রেকর্ড গড়ে দেশকে পদক এনে দিয়েছেন আরশাদ নাদিম। ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে অলিম্পিক্সের ইতিহাসে রেকর্ড গড়েন পাকিস্তানের এই থ্রোয়ার। নীরজ চোপড়া এই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন। দেশে ফিরেই সোনার ছেলেকে বীরের অভ্যর্থনা দিল পাকিস্তানের জনগন।
আরও পড়ুন-সুযোগ পেল😼ে নিশ্চয়ই সেরাটা দেব!💛 ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…
শনিবার রাতে পাকিস্তানে পৌঁছান প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জেতা আরশাদ নাদিম। সেখানে পৌছাঁতেই বিমান বন্দরে তুরস্কের বিমানকে ওয়াটার ক্যাননের মাধ্য﷽মে স্বাগত জানানো হয়। এরপর বাসে করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাস্তায় হাজারে হাজারে ক্রীড়া অনুরাগী তাঁদের হিরোকে দেখার জন্য ভিড় জমান। পাকিস্তানের ৪০ বছরের অলিম্পিক্সের ইতিহাসে তিনিই তো প্রথম সোনাজয়ী, তাই তাঁর জন্য সরকারের তরফেও বড় ঘোষণা করা হয়।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন🦹 অ্যানা…
পাকিস্তান সಌরকারের থেকে ঘোষণা করা হ😼য় দেশের সর্বোচ্চ সিভিলিয়ন সম্মান হিলাল ই ইমতিয়াজে ভূষিত করা হবে আরশাদ নাদিমকে। বিমান বন্দরে ছেলেকে আনতে গেছিলেন আরশাদের বাবা। সেখানেই সোনার ছেলেকে জড়িয়ে ধরেন তিনি। জীবনের অন্যতম সেরা মূহূর্ত, সেকথা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের এই তারকার দেশে ফেরার বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। একঝলকে সেই সব ভিডিয়োর কোলাজ।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন🥀 হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
পাকিস্তানের রাষ্ট্রপতির উপস্থিতি🦂তে নাদিমকে ভূষিত করা হবে হিলাল ই ইমতিয়াজ সম্মানে। ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নির্দেশ দিয়েছেন সোনার ছেলে আরশাদের ছবি দিয়ে বিশেষ স্ট্যাম্প বের করার। ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই স্ট্যাম্প উদ্বোধন করা হবে। ২০০৮ বেজিং অলিম্পিক্সে হওয়া জ্যাভলিন থ্রো ইভেন্টে ৯০.৫৭ মিটার দূরত্বে থ্রোয়ের রেকর্ড ভেঙে নয়া নজির গড়েন পাকিস্তানের এই ক্রীড়াবিদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।