শুভব্রত মুখার্জি: প্যারিস অলিম্পিক্সে অন্যতম আকর্ষণীয় খেলা হল বিচ ভলিবল। সমুদ্রের পাড়ে বিচে সাধারণত মানুষরা যে রকম হালকা পোশাক পরে তাদের সময় কাটান, সেই পোশাকেই তাদের দেখতে পাওয়া যায় এই বিচ ভলিবল খেলতে। পুরুষ এবং মহিলা বিꩵভাগে সাধারণত লড়াই হয় এই বিচ ভলিবলে। পুরুষরা বারমুডা এবং স্লিভলেস গেঞ্জি এবং মেয়েদেরকে বিকিনি পড়েই খেলতে দেখতে সাধারণ ভাবে অভ্যস্ত সকল ক্রীড়াপ্রেমীরা। তবে চলতি প্যারিস গেমসে দেখা গেল তার ভিন্ন চিত্র। আর সেই চিত্রকে ঘিরেই তৈরি হল তুমুল চর্চা। তবে এই চর্চার সবটাই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিচ ভলিবলে মেয়েদের ব𓆉িভাগে ম্যাচ ছিল স্পেন এবং ইজিপ্টের। সেই ম্যাচেই ইজিপ্টের মেয়েরা যে পোশাক পরে নেমেছিলেন, তা নিয়েই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: অলিম্পিক্সে রেফারিংয়ের মান নিয়ে IOC-র কাছে অফিসিয়াল অভিযোগ জানাল ক📖্ষুব্ধ হকি ইন্ডি﷽য়া
এই ম্যাচটি ছিল এ🌊কটি পুল ম্যাচ। ম্যাচের রেজাল্ট ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল কোয়ার্টার ফাইনালে যাওয়া না যাওয়া। এই ম্যাচের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি ছড়িয়ে পড়ার পরেই জোরদার চর্চা হতে থাকে এই ম্যাচ নিয়ে। দুই দলের প্লেয়াররা যে পোশাক পরে নেমেছিলেন, এ💞বং সেই পোশাকের যে ফারাক, তা নিয়ে আলোচনা হয়েছে তুমুল।
আরও পড়ুন: আলকারাজকে ༒অলিম্পিক্সে হারিয়ে অবশেষে গোল্ডেন স্লাম পূরণ জোকোভিচের
স্পেনের মেয়েরা যেখানে বিকিনি পরে নেমেছিলেন, সেখানে ইজিপ্টের মেয়েরা নেমেছিলেন ফুল প্যান্ট, ফুল স্লিভ টি-শার্ট পরে। পাশাপাশি তাদের মাথা ঢাকা ছিল হিজাবে। স্পেনের দুই তারকা ক্রীড়িবিদ লিলি🥀য়ানা ফার্নান্দেজ এবং পউলা সোরিয়া গুটিয়ারেজ এদিনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন। তবে তাঁদের পারফরম্যান্সকেও ছাপিয়ে উঠে এসেছে ইজিপ্টের পোশাক নিয়ে।
ম্যাচে ইজিপ্টকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছে স্পেন। ইজিপ্ট দল কালো রঙের ফুল স্লিভ শার্টের পাশাপাশি, ফুল লেন্থ লেগিন্স এবং কালো হিজাব পরেই এদিন ম্যাচ মাতিয়েছেন। ইজিপ্টের বিচ ভলিবলাররা যদি ফ্রান্সের হয়ে খেলতেন, তাহলে হিজাব পরে নামার সুযোগ পেতেন না। কারণ ফ্রান্সে হিজাব নিষিদ্ধ। ইজিপ্ট দলের এই দুই ক্রীড়াবিদ যদিও তাদের ম্যাচের আগে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ইজিপ💃্টের দোয়া এলঘোবাসি জানিয়েছিলেন, ‘সব কিছু ঠিক আছে। আপনি নগ্ন হয়ে খেলবেন না আপনি হিজাব পরে খেলবেন, সেটা আপনার বিষয় হওয়া উচিত। বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে। আমি হিজাব নিষিদ্ধ করার বিরোধী।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।