হকি ইন্ডিয়া রবিবার (৪ অগস্ট) প্যারিস অলিম্পিক্সে রেফারির মান নিয়ে বড় উদ্বেগ প্রকাশ করেছে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতের রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে জয়ের পরেও, হকি ইন্ডিয়া অফিসিয়ালি আইওসি-র কাছে অভিযোগ দায়ের করেছে। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতের রোমাঞ্চকর জয়ের পরেই হকি ইন্ডিয়া উদ্বেগ প্রকাশ করে আই𒊎ওসি-র দ্বারস্থ হয়। গ্রেট ব্রিটেন বিরু💧দ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে রেফারি, তাতেই উদ্বেগ প্রকাশ করেছে হকি ইন্ডিয়া।
আরও পড়ুন: আলকারাজকে অলিম্পিক্সে হার༺িয়ে অবশেষে গোল্ডেন স্লাম পূরণ জোকোভি🦋চের
দ্বিতীয় কোয়ার্টারের চার মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভারতের সেরা ডিফেন্ডার অমিত রুইদাসকে। ফলে ৪১ মিনিট দশ জনে খেলতে বাধ্য হয় ভারত। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বল দখলের লড়াইয়ের সময় রুইদাসের স্টিক ব্র💟িটেনের খেলোয়াড়ের মাথায় লেগে যায় অসাবধানতাবশত। বেঞ্জামিন দক্ষিণ আফ্রিকার ফিল্ড আম্পায়ার সিন রাপাপোর্টকে বলেন ‘ইচ্ছাকৃত আঘাত’ করা হয়েছে। তিনি লাল কার্ড দেখানোর সুপারিশ করেন। শেষ পর্যন্ত অমিত লালকার্ড দেখায়, ভারত ১০ জন হয়ে পড়ে। তাতেও অবশ্য ভারতকে রোখা যায়নি। ভারত ম্যাচের নির্দিষ্ট সময়ে ১-১ ফল ধরে রাখে। এবং এর পর শুট আউটে ম্যাচ গেলে, পিআর শ্রীজেশ দলের নায়ক হয়ে ওঠেন।
আরও পড়ুন: পরের বার সোনার দাবীদার লক্ষ্য, আগাম দাবি অ্যাক্𝕴সেলসেনের, বোঝালেন ভারতীয় শাটলারের এবারের হারের কারণ
হকি ইন্ডিয়া চলতি প্যারিস অলিম্পিক গেমসে আম্পায়ারিং এবং সিদ্ধান্ত গ্রহণের গুণমান নিয়ে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দꦆায়ের ক🅰রেছে। অভিযোগটি করা হয়েছে মূলত, ভারত এবং গ্রেট ব্রিটেনের মধ্যে ম্যাচকে কেন্দ্র করেই, যেখানে কার্যনির্বাহীকরণে বেশ কয়েকটি অসঙ্গতি সম্ভাব্য ভাবে খেলার ফলাফলকে প্রভাবিত করেছিল।
আরও পড়ুন: নিশান🐟্তের সঙ্গে সত্যিই প্রতারণা হয়েছে? বিজেন্দ্র, রণদীপ হুডাদের পর মুখ খুললেন ভারতীয় বক্সারের কোচ
কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলির জন্য হকি ইন্ডিয়া যে বিষয়গুলিকে হাইলাইট করেছে, তা নিম্নরূপ:
১. অসামঞ্জস্যপূর্ণ ভিডিয়ো দেখে আ𓄧ম্পায়ারোর পর্যালোচনা, বিশেষ করে একজন ভারতীয় খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তের বিষয়ে, যা ভিডিয়ো পর্যা♚লোচনা সিস্টেমের উপর আস্থাকে নষ্ট করেছে।
২. শুট-আউটের সময় গোলপোস্টের পিছনে থেকে ব্রিটেনের গোলকিপারকে কোচিং🅰 স্টাফের নির্দেশ দেওয়া।
৩. শুট-আউটের সময় ব্রিটেনের কিপার ট্যাবলেটের ব্যবহ🌃ার করেছে🍸।
হকি ইন্ডিয়ার দাবি, এই ঘটনাগুলি খেলোয়াড়, কোচ এবং ভক্তদের মধ্যে কার্যনির্বাহী প্রক্রিয়ার উপর আস্থাকে ক্ষুন্ন করেছে। এবং তারা খেলার অখণ্ডতা বজায় রাখতে এবং ভবিষ্যতের ম্যাচগুলিতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য এই বিষয়গুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার আহ্বান জানিয়ে𒅌ছে। যাইহোক ৬ অগস্ট সেমিফাইনাল রয়েছে ভারতের। আর এক ধাপ পার করতে পারলে🌳ই ভারতের হকি টিম পদক নিশ্চিত করে ফেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।