শুভব্রত মুখার্জি: ভারতের অলিম্পিক্স গেমসের ইতিহাস দেখলে  🃏;ব্যক্তিগত ইভেন্টে যে দুজন সেরা অলಞিম্পিয়ানের নাম উঠে আসে তাদের অন্যতম পিভি সিন্ধু এবং সুশীল কুমার। ২০১২ এবং ২০১৬ দুটি গেমসে পরপর পদক পেয়েছিলেন সুশীল। ঠিক তেমন ভাবেই ২০১৬ রিও এবং ২০২০ টোকিওতে পরপর দুটি পদক পেয়ে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে নিজের নামটি ইতিমধ্যেই স্বর্ণাক্ষরে খোদাই করে ফেলেছেন পিভি সিন্ধু। ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় কন্যা এবং তাঁর দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষক মঙ্গলবারই ভারতে এসে পৌঁছেছেন। আর পৌছানোর পরেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারা।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খꩵবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
রিও গেমসের ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গেলসের ফাইনালে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে একটি গেমে এগিয়ে থেকেও সেবার রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। টোকিওতে সেমিফাইনালে তাকে হারিয়ে দেন তাই জু। তবে এই গেমসও তাকে খালি হাতে ফেরাল না। অলিম্পিক্স থেকে এবার ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরলেন পিভি সিন্ধু ৷ ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ🔯্বলতম 'নক্ষত্র' মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে এসে পৌছান। তার বিমান ভারতের মাটি স্পর্শ করার পরেই তাঁকে ঘিরে ,তাকে একঝলক দেখা পাওয♋়ার জন্য উন্মাদনা তৈরি হয়। শয়ে শয়ে লোক করোনা আবহে বিমানবন্দর এবং তার বাইরের চত্বরে ভিড় জমিয়েছিলেন।
দেশে ফেরার পরে উচ্ছ্বসিত সিন্ধু জানান 'আজ খুব খুশি। অসাধারণ লাগছে। ব্যাডমিন্টন 🅺অ্যাসোসিয়েশন-সহ প্রত্যেক🦩কে আমি ধন্যবাদ জানাই। যাঁরা আমাকে প্রতি মূহুর্তে উৎসাহ প্রদান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটা সত্যি আমার ও আমার দেশের কাছে আনন্দের সময় ৷' উল্লেখ্য ব্রোন্জ্ঞ পদকের ম্যাচে চিনেল বা হাতি প্রতিপক্ষ হি বিংজিয়ায়োকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন সিন্ধু। পরবর্তীতে কেন্দ্রীয় ক্রীড়াপ্রতিমন্ত্রী কিরেন রিজেজুর তরফে সিন্ধু এবং তার কোচ পার্ক তায়ে সাংকে আলাদা অরে সম্বর্ধনা ও প্রদান করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।