শুভব্রত মুখার্জি: গেমসের ইতিহাসে ১০০ ও ২০০ মিটার দৌড✱়🦄 অন্যতম জনপ্রিয়তম দুটি বিভাগ। আর তাতেই মহিলা বিভাগে নয়া নজির গড়ে ফেললেন জামাইকার এলাইনে-থম্পসন-হেরাহ। ২০১৬ সালে রিওতে ১০০ ও ২০০ মিটার উভয় বিভাগেই সোনা জেতার পরে ২০২০ টোকিও গেমসে ও ১০০ ও ২০০ উভয় বিভাগেই সোনা জিতে অনন্য রেকর্ড গড়লেন থম্পসন-হেরাহ। গেমসের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে 'ডবল ডাবল' করার বিরল নজির স্থাপন করলেন তিনি।
(টোকিয়ো অ✱লিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর💟, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
২৯ বছর বয়সী জামাইকান স্প্রিন্টার ১০০ মꦬিটারে তার স্বদেশি শেলি অ্যান ফ্রেশারকে হারিয়ে সোনা জিতেছিলেন। ২১.৫৩ সেকেন্ড সময় করে তিনি ফাইনালে নামিবিয়ার ক্রিস্টিন এমবোমাকে পিছনে ফেলে সোনা জয় নিশ্চিত করলেন। উল্লেখ্য নামিবিয়ার কোন মহিলা অ্যাথলিটের ক্ষেত্রেও এটি গেমসে প্রথম পদক জয়। প্রসঙ্গত ১৯৯৬ সালের পরে আফ্রিকার দেশটির ক্ষেত্রে এটি গেমস থেকে আসা প্রথম পদক ও বটে। সেই অর্থে নামিবিয়ার পদক খরা কাটল।
উল্লেখ্য টোকিওতে ১০০ মিটারের ফাইনালে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জে😼তার পরে। ২০০ মিট🃏ারের ফাইনালে থম্পসনের করা ২১.৫৩ সেকেন্ড সময় এই বিভাগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।