টোকিওতে রয়েছে অলিম্পিক্স পদক জয়ের হাতছ𒁏ানি। ড🥀িসকাস থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কমলপ্রীত কৌর। তবে ডিসকাস থ্রোয়িং ভারতীয় অ্যাথলিটের প্রথম কেন, দ্বিতীয় পছন্দও নয়। কমলপ্রীতের প্রথম ভালবাসা ক্রিকেট।
সব অ্যাথলিটদের মতোই কমলপ্রীতের সফরও চড়াই উতরাইয়ে ভরা। ২০১৮ সালে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করতে ব্য♌র্থ হওয়ার পর ডিপ্রসনে ভোগা পঞ্জাব কন্যা হতাশাকে পিছনে ফেলে জাতীয় রেকর্ড গড়ে অলিম্পিক্সে নিজের জায়গা পাকা করেন। তবে ডিসকাস থ্রোয়িংয়ের বদলে কমলপ্রীতের হাতেখড়ি শট পাটার হিসাবে। স্পোটর্স অথরিটি অফ ইন্ডিয়ার কোচের পরামর্শেই ডিসকাস থ্রোয়িংকে বেছে নেন তিনি।
Scroll.in-ক🌳ে দেওয়া এক সাক্ষাৎকারে কমলপ্রীত জানান, ‘আমি বাড়িতে থাকাকালীন প্রচুর ক্রিকেট খেলতাম 🔯এবং ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। তবে আমার পিটি প্রশিক্ষক আমায় শট পাটার হতে বলে এবং পরবর্তীকালে সেন্টারে (সাই) আমার কোচ আমায় ডিসকাস থ্রো নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওনার কথামতোই আমি ডিসকাল থ্রোকে বেছে নিই।’
তবে ক্রিকেট তাঁর মজ্জাগত। কমলপ্রীত😼 স্বীকার করে নেন সেই সময় কোন কোচ যদি তাঁকে ক্রিকেটকে বেছে নেওয়াক পরামর্শ দিত, তাহলে তিনি ক্রিকেটারই হতেন। তবে সেই আশা এখনও জিইয়ে রেখেছেন বছর ২৫-র কৃষক পরিবারের মেয়েছি। এখনও তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান ট♏াইমস বাংলায়)
‘কোন কোচ যদি আমায় ক্রিকেটার হওয়ার পরামর্শ দিত, তবে আমি ক্রিকেটারই হতাম। সত্যি বলতে ক্রিকেট আমার আব🌳েগ। কিছু সময় পর আমি একদিন পেশা হিসাবে ক্রিকেটকে বেছে নেব, আমি ﷽বদ্ধপরিকর। আশা করছি পেশাদার ক্রিকেটার হিসাবেও সফল হব।’ আশাবাদী কমলপ্রীত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।