ব্যাডমিন্টন:
টোকিওতে ইতিহাস সৃষ্টি করলেন পিভি সিন্ধু। সেমিফাইনালে হেরে স্বর্ণপদক হাতছাড়া করলেও ব্রোঞ্জ জিতলেন হায়দরাবাদের শাটলার। হি বিংজিয়াও-কে ৫৩ মিনিটের ম্যাচে ২১-১৩, ২১-১৫ স🐼্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করেন তিনি। শুধুমাত্র একমাত্র ভারতীয়ের হিসাবে শুধুমাত্র সুশীল কুমারের এই কৃতিত্ব রয়েছে। তবে শুধুমাত্র ভারতীয় হিসাবেই নয়, সিঙ্গেলস ইভেন্টে কোন মহিলার পরপর দুই অলিম্পিক্সে মেডেল জয়ের কৃ্তিত্ব খুবই বিরল।
হকি:
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। পদকের আরও কাছে পৌঁছাল ভারত। ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে মনপ্রীতরা। খেলার ফল ৩-১। আবারও অলিম্পিক্সে সেমিফাইনালে উಌঠল ভারতীয় পুরুষ হকি দল। ১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে শেষবার অলিম্পিক্সে সোনার পদক জিতেছিল ভারত⛄। তারপর থেকে সোনা জয়ের এত কাছে আসেনি টিম ইন্ডিয়া। সেমিফাইনালে উঠল ভারত, ৪১ বছর পর অলিম্পিক্সে সোনা জয়ের সবথেকে কাছে টিম ইন্ডিয়া।
বক্সিং:
চোট নিয়ে লড়াই চালিয়েও শেষরক্ষা হল না। যন্✃ত্রণা উপেক্ষা করে রিংয়ে নামলেও দেশকে পদকের সন্ধান দিতে পারলেন না সতীশ কুমার। ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হল ভারতীয় তারকাকে। কোয়ার্টার ফাইনাল বাউটে সতীশ পরাজিত হলেন উজবেকিস্তানের বাখোদির জালোলভের কাছে, যিনি এই বিভাগে বিশ্বের এক নম্বর বক্সার। তিনটি রাউন্ডেই ব্যাকফুটে ছিলেন সতীশ।
ইকুয়েস্ট্রিয়ান:
শনিবারের মতোই রবিবারও ইকুয়েস্ট্রিয়ানে নিজের ম্যাজিক দেখালেন ফওয়াদ ম🐎ির্জা। রবিবার ১১.২০ টাইমের পেনাল্টি পেয়ে ক্র𒉰স করলেন কান্ট্রি রাউন্ড। এই রাউন্ডের শেষে তিনি ২২ নম্বর স্থান দখল করলেন। কান্ট্রি রাউন্ডে দারুণ ফল করার সুবাদে সোমবারের ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহনের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।