ডিসকাস থ্রো:
একই খেলায় দুই ভারতীয় কন্য꧋ার দুই ভিন্ন ফলাফল। একদিকে যেমন অভিজ্ঞ সীমা পুনিয়া হতাশ করলেন, অন্যদিকে তেমনই তরুণ কমলপ্রীত কৌর তাক লাগিয়ে দিয়ে ডিসকাস থ্রোয়ের ফাইনালে এ দিন নিজের জায়গা পাকা করে নিলেন। টোকিওতে তাঁর সামনে রয়েছে অলিম্পিক্স পদক জয়ের হাতছানি। এ দিন ডিসকাস থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন কমলপ্রীত কৌর। অপরদিকে সীমা পুনিয়া ১৬ নম্বরে শেষ করায় ফাইনালে নিজের জায়গা পাকা করতে পারেননি।
হকি:
অবশেষে স্বস্তি ফিরল শনিবার। রুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। তিন বার এগিয়ে যাওয়ার পরেও ৩-৩ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত বন্দনা কাটারিয়ার হ্যাটট্রিকের সুবাদেই ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন ভারতের মহিলা হকি দল। পাশাপাশি এদিন বন্দনা ইতিহাসের খাতায় নিজ🌊ের নাম তুলে রাখলেন। বন্দনা হলে মহিলা হকির প্রথম প্লেয়ার, যিনি অলিম্পিক্সে হ্যাটট্রিক করলেন।
ব্যাডমিন্টন:
মহিলা ব্যাডমিন🧸্টনের সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। সেই সঙ্গে এ দিন তিনি পদকও নিশ্চিত করতে পারলেন না। তবে টানা দু'বার অলিম্পিক্সের পোডিয়ামে ওঠার সুযোগ এখনও রয়েছে সিন্ধুর সামনে। ব্রোঞ্জ পদক ম্যাচে 🃏তাঁর লড়াই হবে চিনা শাটলার হে বিং জিয়াও বিরুদ্ধে।
ইকুয়েস্ট্রিয়ান:
অলিম্পিক্সের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করছেন ফওয়াদ মির্জা। প্রথম বার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন ভারতের এই অশ্বারোহী। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহণেꩵর ব্যক্তিগত ইভেন্টে প্রত্যেক দিনই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন ফওয়াদ। শুক্রবারের পরে শনিবারও ফর্মে পাওয়া গেল ফওয়াদকে। এ দিন ২৮ পয়েন্ট নিয়ে শনিবার ৬২ জনের মধ্যে নবম স্থান অর্জন করেন ফওয়াদ মির্জা।
তিরন্দাজি:
বাংলার🃏 অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। শনিবার সকালেই 🏅অবশ্য সেই স্বপ্ন ভেঙে গেল। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন অতনু দাস। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে গেলেন তিনি।
(টোকিয়ো অলিম্পিক্൩স 🃏২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)