শুভব্রত মুখার্জি
হাতে রয়েছেꦗ আর মাত্র কয়েকটা ঘন্টা সময়। তার পরেই টোকিওতে বসছে অলিম্পিক্সের মহারণ। করোনা আবহে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনীর ভিতরে কোভিড প্রোটোকল মেনেই দেশের হয়ে পদ❀ক জয়ের লড়াই শুরু করবেন কয়েক হাজার অ্যাথলিট। ২৩ তারিখ টোকিও অলিম্পিক্সের অফিসিয়াল 'কার্টেন রেজার'। যদিও সফ্টবল, ফুটবলের মতোন ইভেন্টের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই বছর ভারতীয় অ্যাথলিটদের পদক জয় নিয়ে প্রত্যাশা গগনচুম্বী।
এমন আবহে দাঁড়িয়ে প্রথম দিনেই বিভিন্ন ইভেন্টে নামবেন ভারতী🅠য় দলের মেডেল প্রত্যাশী একাধিক ক্রীড়াবিদ। আসুন একনজরে দেখে নিন কোন ইভেন্টে নামছেন কোন অ্যাথলিট।
∆ আর্চারি :-
মহিলা ব্যক্তিগত রাঙ্কিং , দীপিকা কুমার🔯ি, ভোর ৫:৩০-৭:৩০। পুরুষ ব্যক্তিগত রাঙ্কিং,অতনু দাস,প্রবীন যাদব,তরুনদীপ রাই,সকাল ৯:৩০-১১:৩০ টা। উভয় প্রতিযোগীতার স্থান জাপানের ইউমেনোশিমা পার্ক।
∆ বক্সিং :-
মহিলা ওয়েল্টার🗹 ওয়েট রাউন্ড অফ ৩২,সকাল ৭:৩০,লাভলিনা বোরোহাইন। পুরুষ ওয়েল্টার ওয়েট রꦫাউন্ড অফ ৩২ বিকাশ কৃষনান।
ꩵদুপুর ১:৩০- পুরুষ সুপার হেভিওয়েট রাউন্ড অফ ৩২ সতীশ কুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।