শনিবার অলিম্পিক্সে ট্র্যাকে এক রূপকথার সাক্ষী থাকল গোটা বিশ্ব। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার, জামাইকার𝔍 ইয়োহান ব্লেককে অভূতপূর্বভাবে ১০০ মিটার হিটে পিছনে ফেলে দিলেন এক তরুণ শিশুসুলভ মুখের অস্ট্রেলিয়ান রোহান ব্রাউনিং।
ব্লেকের ১০.০৬ সেকেন্ডের জবাবে ১০.০১ সেকেন্ডে নিজের🌺 দৌড় শেষ করেন ২৩ বছ বয়সী অজি। এটিই রোহানের ব্যক্তিহতভাবে সেরা পারফরম্যান্স। সব মিলিয়ে ষষ্ঠ স্থানে শেষ করে সহজেই সেমি ফাইনালের টিকিট পাকা করেন অজি অ্যাথলিট। দর্শকদের পাশপাশি তরুণ এমন পারফরম্যান্সে হতবাক হয়ে যান ব্লেকও। দৌ়ড়ের পরে ব্লেকের অঙ্গভঙ্গিতে স্পষ্টত🎐ই ফুটে ওঠে।
তবে রোহান এখানে থেমে থাকতে চাননা। সমালোচকদের যജোগ্য জবাব দিয়ে তাঁদের ভুল প্রমাণিত করতে বদ্ধপরিকর রোহান। দৌড়ে পর Channel 7- কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘অনেক মিডিয়া পন্ডিতরাই আমাকে নিয়ে লিখছিল যে ফাইনালে পৌঁছাতে পারলে সেটা আমার পক্ষে কত বড় প্রাপ্তি হবে। তবে আমি এখানে শুধু ফাইনালে পৌঁছাতে আসিনি। বুকি, পন্ডিত, বেটাররা যাই বলুক, আশা করছি আজকের পারফরম্যান্সের পর অন্তত কয়ে♔কজন আমার ওপর বিশ্বাস রাখতে পারবে।’
ব্লেকের দখলে অলিম্পিক্সে একাধিক সোনা জয়ের কৃতিত্ব রয়েছে। তবে ৩১ বছর জামাইকান ভালভাবেই জানেন হিট ও খেতাব জয়ের লড়াইের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাই𒊎 গোল্ড মেডেল জয়ের লক্ষ্যেই ট্র্যাকে নামবেন তিনি। অপরদিকে, ১৯৫৬ সালের পর অস্ট্রেলিয়া ১০০ মিটার স্প্রিন্টে কোনদিনও সোনা জেতেনি। তাই নতুন ইতিহাস গড়ার হাতছানি রয়েছে রোহানের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।