শুভব্রত মুখার্জি
বয়স মাত্র ১৯ বছর। আর তাতেই তিনি হয়ে উঠেছিলেন ১০০ কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশের অন্যতম অলিম্পিক্স মেডেল প্রত্যাশী। তাঁকে ঘিরে সোনা জয়ের স্বপ্নও দেখছিলেন ভারতবাসী। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল কোয়ালিফাইং রাউন্ডে প্রথমে শেষ করার পরে সৌরভ চৌধুরীকে নিয়ে বেড়েছিল প্রত্যাশার পারদ। তবে মীরাবাঈ চানুর সাফল্যের দিনেও শুটিং রেঞ্জে সৌরভের পারফরম্যান্স হতাশ করল। প্রথম স্থানে থেকে ফাইনালে ওঠার সুযোগ নিতে পারলে▨ন না।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। তবুও সৌরভের🐎 বয়সের দিকে তাকিয়ে একথা বলাই যায় এতবড় স্টেজের চাপ তিনি সামলাতে হয়তো পারেননি। তাই এই হতাশাজনক পার♕ফরম্যান্স ফাইনালে। কোয়ালিফাইং রাউন্ডে ৬০ টি শটে মোট ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে আশা জাগালেও ফাইনালে শেষ রক্ষা করতে পারেননি। ফাইনালে তাঁর স্কোর ছিল মাত্র ১৩৭.৪ পয়েন্ট। ফলে তাঁকে ফাইনালে বেশি দূরে এগিয়ে যেতে পারেননি তিনি। গোড়ার দিকেই ছিটকে যান। ফলে অলিম্পিক্সের প্রথমদিনে শুটিং রেঞ্জ থেকে ভারতের পদক জয়ের আশা আপাতত অধরাই থাকল। কারণ শনিবার সকালে মহিলা বিভাগে অপূর্বী চান্ডেলা ও ভালারিভান ও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।