শুভব্রত মুখার্জি:- ভারতের অলিম্পিক গ👍েমসের ইতিহাসে নিঃসন্দেহে রুপকথার নায়িকা বলা যায় ভিনেশ ফোগটকে। যিনি সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে পৌঁছে যান প্যারিস অলিম্পিক গেমসে। সেখানে অনবদ্য লড়াই লড়ে তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করেন। কিন্তু এরপর দুর্ভাগ্যজনক ভাবে তিনি ফাইনালের দিন সকালে শরীরের ওজন করাতে যান। নিয়মমাফিক এই পরীক্ষা করার সময়ে তাঁর বডি ওয়েট ১০০ গ্রাম বেশি আসাতে তিনি আর ফাইনালে নামতেই পারেননি। এরপরের ইতিহাস সকলের জানা। সেই ভিনেশ দেশে ফিরেছেন। তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মতন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে বাইরে বেরিয়েই ভিনেশ ফোগট সাক্ষী থাকেন ভক্তদের উচ্ছ্বাসের। এরপর তিনি বাড়ি পৌঁছেই জড়িয়ে ধরেন তাঁর কাকা তথা তাঁর মেন্টর মহাবীর সিং ফোগটকে। কাকাকে দীর্ঘক্ষণ আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন বিমানবন্দরে উপস্থিত চিত্র সাংবাদিক সহ সমর্থকরা।
আরও পড়ুন… WCPL 2024: নাইট রাইডার্সে শুরু হল জেমিমা, শিখাদের নতুন ইনিংস! ঝুলনের কাঁধে বড় দায়꧒িত্ব
দিল্লিতে নামার পরে ভিনেশ ফোগট সহ ভারতীয় স্কোয়াড দেখা করেন রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মুর সঙ্গে। পরের দিন তাঁরা সাক্ষাৎ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর দিল্লি থেকে তাঁর জন্মস্থান হরিয়ানার ঝাঁঝারের বালালিতে তিনি পৌঁছান রোড শো'র মধ্যে দিয়ে। ১৩৫ কিলোমিটার রাস্তা পেরতে তাদের লেগে যায় ১৩-১৪ ঘন্টার মতন সময়। এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় তাঁকে নানাভাবে সম্মান জানান তাঁর ভক্তরা, পঞ্চায়েতের সদস্🐻যরা। এরপর তিনি রবিবার মাঝরাতে গিয়ে পৌঁছান তাঁর গ্রামে। সেখানেই তিনি তাঁর কাকা মহাবীর সিং ফোগটকে দেখতে পেয়েই আলিঙ্গন করে কাছে টেনে নেন। ছোটবেলা থেকে কাকার হাত ধরেই কুস্তির ম্যাটের আসা তাঁর। এই মুহূর্তেও তাঁর কাকাই তাঁর মেন্টর। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে রয়েছে বেশ দৃঢ় একটি বন্ধন। সেই বন্ধন যে কতটা আবেগঘন তা ফের একবার প্রমাণ হয়ে এদিন। তাদের সেই ꦿআবেগঘন মুহূর্তের প্রতিটা সেকেন্ড ক্যামেরাবন্দি হয়।
আরও পড়ুন… IPL 2025: Kolkata Knight Riders রিটেন না করলে 'ꦺপ্ল্যান বি' তৈরি করে রেখেছে🍌ন রিঙ্কু সিং?
আরও পড়ুন… ভিডিয়ো: সারা জীবনের....কান্না ভুলে রাখিতে ভাইয়ের সঙ্গে আনন্দে মেতে উঠলেন ভি♌নে🧔শ ফোগাট
প্রসঙ্গত ২০২৩ সালের শেষ দিক থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষন শরণ শর্মার বিরুদ্ধে সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলনকে নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন ভিনেশ ফোগট। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার গুরুতর অভিযোগ ছিল ব্রিজভূষনের বিরুদ্ধে। সেই লড়াই প্রচুর প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও তাঁরা লড়াই করেছিলেন একেবারে রাস্তাতে থেকেই। ফলে স্বাভাবিক💎 কারণেই ব্যহত হয় তাঁর অনুশীলন। পাশাপাশি তাঁর পছন্দের ৫৩ কেজি বিভাগের পরিবর্তে তিনি ৫০ কেজিতে লড়াই করতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অতিবড় ভিন🐭েশ ফোগট ভক্তও আশা করেননি যে তিনি প্যারিস গেমসে কোয়ালিফাই করবেন। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান তিনি। প্যারিস গেমসে কোয়ালিফাই করা শুধু নয় নিজের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে তিনি ফাইনালেও পৌঁছে গিয়েছিলেন। বাকি গল্পটা সকলের জানা। সেদিন দুর্ভাগ্য তাঁকে তাড়া না করলে আজ হয়তো একেবারেই অন্যরকম ইতিহাস লিখে ফেলতেন ভিনেশ ফোগট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।