বুধবার সকাল থেকেই ভারত আশায় ছিল সোনার পদক জয়ের। ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগটকে ঘিরেই স্বপ্ন দেখা শুরু হয়েছিল। প্যারিস অলিম্পিক্সে ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে পড়েছিলেন ভিনেশ। তাঁর রুপো নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই তিনি বড় ধাক্কা খেলেন। বুধবার সকালে ফাইনাল ম্যাচের আগে, তাঁর যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ১০০ গ্রাম ব𓃲েশি ওজন রয়েছে তাঁর। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ফাইনালের আগে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। আর তাতেই স্বপ্নভঙ্গ হয় ভিনেশ সহ গোটা 🎐দেশের। তবে সোনা না হলেও, ভিনেশ কি রুপা পেতে পারতেন? এমন কোনও সম্ভাবনা কি ছিল?
রেফারি ইভেন্টের আগে কুস্তিগীরের ওজন মাপেন?
নিয়ম অনুযায়ী, ওজন পরিমাপের দায়িত্ব রেফারির উপর বর্তায়। ইভেন্টে অংশগ্রহণকারী সমস্ত কুস্তিগীরদের ওজন ম্যাচের আগে মেপে থাকেন রেফারি। তাঁদের ওজন তাদের বিভাগ অনুযায়ী ঠিক আছে কিনা, তা পরীক্ষা করে নিꦇতে হয়। তার অর্থ যে কুস্তিগীরই ইভেন্টে অংশগ্রহণ করুক না কেন, তাঁর ওজন সমান বা কম হতে হবে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই এই সমস্ত কাজগুলি করতে হয়। শুধু তাই নয়, ওজন মাপার সময় খেলার কুস্তিগীর সঠিক পোশাক পরছেন কিনা, তাও দেখে নিতে হয়। যদি একজন কুস্তিগীর ভুল পোশাক পরেন, তবে তাঁকে সমস্যার মুখে পড়তে হয়। কুস্তিগীর সঠিক পোশাক পরেছেন কিনা এবং বিভাগ অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, তা দেখা রেফারির দায়িত্ব।
ওজন করার সময় কুস্তিগীর উপস্থিত না থাকলে কী হবে?
যদি কুস্তিগীর নির্দিষ্ট সময়ে ওজন না করেন এবং সেই সময়ে উপস্থিত না থাকেন, এর জন্য কঠোর নিয়ম রয়েছে। কোনও কুস্তিগীর ওডন মাপার সময়ে উপস্থিত না হন, বা ওজনের ক্ষেত্রে ব্যর্থ হন, তবে তাকে ইভেন্ট থেকে ছিটকে যেতে হবে। কুস্তিগীরকে কোনও র্যাঙ্ক ছাড়াই শেষ স্থানে রাখা হবে। এদিকে, প্রথম দিনে একজন কুস্তিগীর আহত হলে, ✅তাঁর দ্বিতীয় ওজন-ইন-এ অংশ নেওয়ার প্রয়োজন নেই। তবে অলিম্পিক্সের নিয়ম খুবই কড়া। এক গ্রাম বেশি হলেও বাদ পড়তে হবে কুস্তিগীরকে।
আরও পড়ুন: ষড়যন্ত্র… বলছেন ভিনেশের কোচ মহাবীর 💃এবং শ্বশুর, চোখের জল আটকাতে পা෴রলেন না বাবা
যে কুস্তিগীর অংশগ্রহণ করবেন, তাঁর ওজন ম্যাচের দিন গ্রহণ করা হয়। প্রতিটা ওজন বিভাগে ম্যাচের মধ্যে অন্তত ২ দিনের সময় দেওয়া হয়। এই পরিস্থিতিতে যে কুস্তিগীর ফাই꧅নাল কিংবা ব়েপচেজে অংশগ্রহণ করেন, তাঁদের ২ দিনই ওজন করাতে হয়। প্রথম বার ওজন করানোর পর কুস্তিগীরের কাছে ৩০ মিনিট সময় থাকে। ইতিমধ্যে তিনি যতবার ইচ্ছে ওজন করাতে পারেন। ইতিমধ্যে এটাও দেখা হয় যে, ওই কুস্তিগীরের কোনও সংক্রামক ব্যাধি রয়েছে কিনা। পাশাপাশি হাতের নখও একেবারে ছোট ছোট করে কাটতে হয়। যে কুস্তিগীররা টানা দ্বিতীয় দিন খেলতে নামেন, তাঁদের আবার ওজন করার জন্য দ্বিতীয় দিন ১৫ মিনিট সময় দেওয়া হয়। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের নিয়ম অনুসারে, যদি ওই কুস্তিগীরের ওজন নির্ধারিত ওজনের থেকে বেশি হয়, তাহলে তাঁকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: ভিনেশের প্রস্থানের পর হতাশ করলেন অ꧙ন্তিমও, ৫৩ কেজিতে মাত্র ১০০ সেকেন্ডে 🐟শেষ হল লড়াই
ইভেন্টের আগে মেডিকেল চেকআপ এবং ওজন করা হয়
অনুচ্ছেদ চার অনুসারে, ক্রীড়াবিদকে যে ইভেন্টে তিনি অংশগ⛄্রহণ করছেন সে দিন সকালে একটি মেডিকেল পরীক্ষা এবং ওজন পরিমাপের মধ্য দিয়ে যেতে হয়। ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী ক্রীড়াবিদদের পরের দিন সকালে তাদের নিজ নিজ ওজন বিভাগে পুনরায় ওজন করা হয়। এতে কোনও ছাড় নেই। প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার যখন ভিনেশ তার ইভেন্টে অংশ নিয়েছিল, তার আগে তাঁকে ওজন করা হয়েছিল, যা সঠিক বলে প্রমাণিত হয়। মানে ৫০ কেজির মধ্যে ওজন ছিল। সেই কারণে তাঁর লড়াইয়ে নামতে সমস্যা হয়নি। তিনি ফাইনালেও পৌঁছেছিলেন, যা ছিল পরের দিন অর্থাৎ বুধবার। অতএব, বুধবার সকালে তাঁর ওজন আবার করা হয়েছিল, যেখানে তাঁর ওজন ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি ছিল।
ভিনেশ কি চোটের কারণে ফাইনাল থেকে তার নাম প্রত্যাহার করতে পারতেন?
এখন একটি প্রশ্নও উঠছে যে, ভিনেশ তাঁর চোটের কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করতে পারতেন কিনা! এই সংক্রান্ত নিয়ম কি এবং যদি এটি ঘটে তাহলে পরবর্তীতে কি হবে? চোটের কারণ দেখিয়ে ভিনেশ কি রুপোর পদক পেতে পারতেন? অনুচ্ছেদ ৫৬-তে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে, লড়াই শেষ হওয়ার পরে যদি কুস্তিগীর চোটের কারণে নাম প্রত্যাহার করে, তবে 🌠তাঁকে দ্বিতীয় দিনেও ওজনের জন্য উপস্থিত থাকতে হবে, অন্যথায় তাঁকে বাদ দেওয়া হবে। কুস্তিগীর দ্বিতীয় ওজন এড়াতে পারে একমাত্র উপায়ে, যদি তিনি লড়াই চলাকালীন আহত হন। পরের বাউটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুস্তিগীরকে অবশ্যই টুর্নামেন্টের জন্য UWW ডাক্তার বা টুর্নামেন্টের নির্দিষ্ট চিকিৎসকের স্বীকৃতির প্রয়োজন পড়বে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।